Site icon The News Nest

মাস্ক-গ্লাভস-থার্মাল গান, ভোটের জন্যে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের!

election commoissoner of india

করোনার মধ্যেই বছরের শেষে বিহার ও পরের বছরই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই আবহাওয়ায় আদৌ ভোট হওয়া সম্ভব? সেই আশঙ্কার অবশ্য অবসান হয়ে গেল শুক্রবার। ভোটের জন্যে নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। তাতে নতুন একগুচ্ছ নিয়ম জারি করল কমিশন।

শুক্রবার নির্বাচন কমিশন জানায়, বাড়ি-বাড়ি ঘুরে প্রচার থেকে শুরু করে ইভিএমের বোতাম টেপা পর্যন্ত, গোটা ভোট পর্বেই ভোটার এবং প্রতিটি প্রার্থীকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতি বিধানসভা কেন্দ্র , জেলা ও রাজ্যস্তরে নোডাল হেলথ অফিসার নিয়োগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন : নারদকাণ্ডে মুকুলকে ইডির নোটিশ, ৭ দিনের মধ্যে আয়ব্যয়ের হিসাব দিতে ‘কড়া’ নির্দেশ

প্রার্থীরা অনলাইনেই মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। প্রার্থী হলফনামাও অনলাইনে জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে। অনলাইনে দেওয়া যাবে সিকিউরিটি মানিও। প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ২জনের বেশি সঙ্গী নিতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দুটির বেশি গাড়ি অনুমতি দেওয়া হবে না।

প্রতি বুথে থার্মাল গান থাকবে। যা ভোটারের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবে। নির্বাচন সংক্রান্ত যে কোনও কাজে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। ঘরে ঘরে গিয়ে প্রচারের সময় সর্বাধিক পাঁচ জন অংশ নিতে পারবেন। রোড শোয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না পাঁচটির বেশি গাড়ি। তবে, কেউ করোনা আক্রান্ত থাকলে তিনি ভোট দিতে পারবেন না, এমনটা নয়। করোনা পজিটিভ রোগীদেরও ভোটগ্রহণের শেষ দিকে ভোট দেওয়ার সুবিধা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ইভিএমে ভোট দিতে গিয়ে যাতে করোনা সংক্রমণ না হয়, সেই কারণে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারকে গ্লাভস দেওয়া হবে। স্বাক্ষর থেকে শুরু করে বোতাম টেপা-সব সময়ই ওই গ্লাভস ব্যবহার করতে হবে ভোটারদের।

আরও পড়ুন : শুভেন্দু কী বিজেপিতে? গুজব ওড়ালেন ঘনিষ্টরা

Exit mobile version