Unnao Rape Case: কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীকে টিকিট বিজেপির, সায় শীর্ষ নেতৃত্বেরও!

উন্নাওয়ের নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগে আদালতের রায়ে কুলদীপ সেঙ্গার যাবজ্জীবনের সাজা খাটছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ত্তরপ্রদেশের উন্নাওতে চাকরি চাইতে যাওয়া এক নাবালিকাকে ধর্ষণ করেছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। ওই ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পাশাপাশি নির্যাতিতার বাবার রহস্য মৃত্যুর ঘটনাতেও যুক্ত থাকায় ২০২০ সালে কুলদীপকে ফের দোষী সাব্যস্ত করে আদালত। বর্তমানে জেলে রয়েছেন বিজেপির ওই বহিষ্কৃত বিধায়ক। কিন্তু তাতেও তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে না বিজেপির। কুলদীপ জেলে, তাই এবার তাঁর স্ত্রীকে ভোটে দাঁড় করাল গেরুয়া শিবির।

কুলদীপের স্ত্রী সঙ্গীতা সেঙ্গারকে উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দিয়েছে বিজেপি। ফতেপুর চৌরাসি ত্রিতয়ার প্রার্থী হচ্ছেন তিনি। ২০১৬ থেকে উন্নাওয়ের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন হিসেবে কাজ করছেন সঙ্গীতা।

আগামী ১৫ এপ্রিল থেকে উত্তরপ্রদেশে ৪ দফায় পঞ্চায়েত নির্বাচন। ফল প্রকাশ হবে ২ মে। আগে কোনও দলের প্রতীকে পঞ্চায়েত নির্বাচন হত না যোগী রাজ্যে। এই প্রথম হবে। সেই মতো বৃহস্পতিবার ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতেই জায়গা পেয়েছেন সঙ্গীতা।

আরও পড়ুন: রোহিঙ্গাদের এখনই দেশে ফেরত পাঠান যাবে না: সুপ্রিম কোর্ট

স্বামী বিতাড়িত হলেও, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সঙ্গীতার। যে ববাঙ্গারমউ বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন কুলদীপ, সেই কেন্দ্রের উপনির্বাচনের সময় বিজেপি প্রার্থী শ্রীকান্ত কাটিয়ারের হয়ে প্রচার করতে দেখা যায় সঙ্গীতাকে। এবার তাঁকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করাচ্ছে বিজেপি। তাঁর হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন বিজেপির প্রথম সারির নেতৃত্বরা।সেখানে স্বামীর ‘কুকীর্তি’ তাঁর বিপক্ষে যেতে পারে বলে মনে করছেন বিরোধী শিবিরের প্রার্থীরা।

উল্লেখ্য, উন্নাওয়ের নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগে আদালতের রায়ে কুলদীপ সেঙ্গার যাবজ্জীবনের সাজা খাটছে। এছাড়াও নির্যাতিতার বাবার রহস্য মৃত্যুর ঘটনায় যুক্ত থাকায় ২০২০ সালে কুলদীপকে ফের দোষী সাব্যস্ত করে আদালত। তাঁর ১০ লক্ষ টাকা জরিমানা ও ১০ বছরের হাজতবাসের সাজা হয়েছে।

আরও পড়ুন: বিনা অনুমতিতে রোড শো, শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest