Site icon The News Nest

মোদীর আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

modi borish

একুশের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো নিমন্ত্রণ গ্রহণ করেছেন বরিস, এ খবর নিশ্চিত করেছেন ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক র‍্যাব। তাঁর কথায়, ভারতে প্রধান অতিথি হয়ে যাওয়া বড় সম্মানের ব্যাপার যা দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।

ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রব মঙ্গলবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী জনসন ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়।’’ তিনি জানান, আগামী বছর ব্রিটেনে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন জনসন।

আরও পড়ুন: শনিবার শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ শুভেন্দুর! আগেই বরাদ্দ হল কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি

১৯৯৩ সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এর প্রায় তিন দশক পরে ফের কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে আসতে চলেছেন।বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বলেছেন, ‘‘প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপস্থিতি ভারত-ব্রিটেন সম্পর্কে নতুন যুগের সূচনা করবে।’’

ব্রিটেনের  দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রজতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন জনসন। এর আগে ১৯৯৩ সালে শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন মেজর। প্রায় ৩ দশক পর এই এ বার ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হতে চলেছেন আরও এক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতের পাঠানো নিমন্ত্রণ গ্রহণ করে বরিস বলেছেন, “গ্লোবাল ব্রিটেনের জন্য আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ। ভারতে অতিথি হতে পারব ভেবে আমি উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যা আলোচনা হয়েছে সেই মতোই আমরা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাব।”

বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, গত ২৭ নভেম্বর টেলিফোনে জনসনকে ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী।

আরও পড়ুন: আসন থেকে হিঁচড়ে ডেপুটি চেয়ারম্যানকে ‘উৎখাত’ কর্নাটক বিধান পরিষদে, ভিডিয়ো ঘিরে তুমুল বিতর্ক

Exit mobile version