হাড়হিম করা নৃশংসতা ! ধর্ষণের পর চোখ উপড়ে, জিভ কেটে খুন যোগী রাজ্যে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইউপি নাকি শান্তির উপবন। লোকজন যাই বলুক, তেমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী যোগী নিজে। বাস্তব যাই বলুক। তাতে আমল দিতে নারাজ যোগী।

আরও এক নারকীয় ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। লখিমপুর খেরি জেলার একটি আখের খেত থেকে উদ্ধার করা হল ১৩ বছরের এক নাবালিকার দেহ। পুলিশ জানিয়েছে, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

নাবালিকার বাবা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারিদিকে তাকে খোঁজা হচ্ছিল। পরে এক অভিযুক্তের খেতে দেহ উদ্ধার করা হয়। নাবালিকার বাবার অভিযোগ, ‘ওর চোখ উপড়ে নেওয়া হয়েছিল। জিভ কেটে নেওয়া হয়েছিল। দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল।’পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল মেয়েটি।

আরও পড়ুন : করোনা নাকি! ‘অজানা রোগে’ ছোট ভাইকে হারালেন মার্কিন প্রেসিডেন্ট

নিহত কিশোরীর চোখ উপড়ে নেওয়া এবং জিভ কেটে নেওয়ার দাবি খারিজ করেছে পুলিশ। লখিমপুর খীরীর পুলিশ প্রধান বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কথা নিশ্চিত করা হয়েছে। ওই গ্রামেরই বাসিন্দা দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওদের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করব আমরা।’’

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেত্রী মায়াবতী। টুইটারে তিনি লেখেন, ‘‘লখিমপুর খীরীর পকরিয়া গ্রামে দলিত সম্প্রদায়ের ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে, তা হলে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে আর তফাত রইল কোথায়? আজমগঢ়ের মতো লখিমপুর খীরীর অপরাধীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার, এটাই বিএসপির দাবি।’’

গত সপ্তাহে পশ্চিম উত্তরপ্রদেশের হরপুরে ছ’বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল। শুক্রবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী আপাতত হাসপাতালে ভরতি আছে। চিকিৎসকরা জানিয়েছেন মেয়েটি কিছুটা ভালো থাকলেও এখনও কাটেনি বিপদ।

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জানিয়েছেন, সন্তোষ যাদব এবং সঞ্জয় যাদব নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন), ৩৭৬ ডি (গণধর্ষণ) ধারায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে জাতীয় সুরক্ষা আইনের ধারাও চাপানো হয়েছে।

আরও পড়ুন : ঘরের ছেলেটার কথা একটু ভাবুন, যীশু সেনগুপ্ত এবং ‘সড়ক ২’ বিতর্ক নিয়ে পোস্ট রাহুলের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest