Site icon The News Nest

অরুণাচল সীমান্তে ৩টি গ্রাম বানিয়ে ফেলেছে চিন! মুখে কুলুপ নয়া দিল্লির

china arunachal

লাদাখের পর এবার কি অরুণাচল লক্ষ্য চিনের? সেনা সূত্রের খবর, সম্প্রতি চলতে থাকা ভারত-চিন দ্বৈরথের মধ্যেই এবার অরুণাচল প্রদেশে তিন-তিনটি গ্রাম স্থাপন করে ফেলেছে চিন। জানা গেছে, বুমলা পাস থেকে ৫ কিলোমিটার দূরত্বের ভিতরেই ঘটেছে এই ঘটনা। ভারত, চিন এবং ভুটানের সীমান্তের কাছেই অবস্থিত বুমলা পাস।

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের ছবিতে স্পষ্ট, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে শি চিনফিং সরকার। নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, বিষয়টির উপর নজর রয়েছে বলে সাউথ ব্লকের একাধিক সূত্রে খবর।

আরও পড়ুন: ‘নেতাজি’ এ বার ‘গঙ্গারাম’, মাটির গানে মন ভরাতে আসছেন শহরে

এপ্রসঙ্গে চিন সংক্রান্ত বিশেষজ্ঞরা ব্রহ্ম চেল্লানি জানান, কমিউনিস্ট পার্টির হান চাইনিজ ও তিব্বতীয় সদস্যদের ব্যবহার করে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে চিন। দক্ষিণ চিন সাগরে যেমন প্রথমে নিজেদের দেশের মৎস্যজীবীদের ঢুকিয়ে জলসীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল বেজিং। ঠিক একই ভাবে অরুণাচল প্রদেশে বিভিন্ন জায়গায় নিজেদের লোক অনুপ্রবেশ করিয়ে পরিকাঠামো তৈরির মাধ্যমে ভারতের জায়গা দখলের ছক কষছে।

‘প্ল্যানেট ল্যাব’ নামে একটি সংস্থার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তাতে ২০টি কাঠামো ছিল। ২৮ নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরও অন্তত ৩টি এনক্লেভ তৈরি হয়েছে। অর্থাৎ এই গ্রামগুলি ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে তৈরি হয়েছে বলে ধরে নেওয়া যায়।

এছাড়া সপ্তাহ দুয়েক আগেই চিনা প্রেসিডেন্ট নির্দেশ দেন, দ্রুত কাজ শেষ হোক অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া রেল লাইনের। তিনি জানান, কৌশলগত দিক থেকে এই রেলপথ চিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। তাঁর এ নির্দেশও অত্যন্ত সুপরিকল্পিত বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল সান্দাকফু,দার্জিলিংয়ে মরসুমের প্রথম তুষারপাত

Exit mobile version