ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, দৈনিক সংক্রমণ ২ লক্ষ ৭৬ হাজারের বেশি, কমল মৃত্যু

বিভিন্ন রাজ্যে সাময়িক অথবা দীর্ঘমেয়াদি লকডাউনের কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দৈনিক মৃত্যুর সংখ্যায় নিত্যদিন রেকর্ড তৈরি হলেও আশা দেখাচ্ছে সুস্থতার হার। বিভিন্ন রাজ্য তথা গোটা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭ জন। দৈনিক মৃত্যুহার কিছুটা হলেও কমেছে, বিগত একদিনে মৃত্যু হয়েছে ৩৮৭৪ জনের।

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪০০-এ। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪৪০ জন। মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লক্ষ ৮৭ হাজার ১২২। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮।

আরও পড়ুন: Tauktea: টাউটের তাণ্ডবে মৃত ১৩ গুজরাতে, বুধবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদী

তবে কয়েকটি রাজ্যে ফের কিছুটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩১-এ। একদিনেই মৃত্যু হয়েছে ৫৯৪ জনের।  তবে একইসঙ্গে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৪৫৭ জন করোনা রোগী। অন্যদিকে, আজ থেকে পঞ্জাবের লুধিয়ানায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হল।

তবে এই কাজ আরও দ্রুতহারের হওয়ার পক্ষে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক ভি – এই তিনটি ভ্যাকসিন দিয়ে টিকাকরণ চলছে। আরও বেশি ভ্যাকসিন আমদানিতে সক্রিয় কেন্দ্র।  বিভিন্ন রাজ্যে সাময়িক অথবা দীর্ঘমেয়াদি লকডাউনের কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে নমুনা পরীক্ষা আরও বাড়ানোর প্রয়োজন বলেও মনে করেন তাঁরা।

সংক্রমণের প্রকোপ থেকে রক্ষা পাচ্ছেন না নেতা-মন্ত্রীরাও। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ পাহাড়িয়া বুধবার করোনা সংক্রমণের জেরে প্রাণ হারালেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউয়ে, অনেকটাই কমেছে মোদীর জনপ্রিয়তা! দাবি সমীক্ষার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest