২৪ ঘণ্টায় মৃত রেকর্ড ২৯৪, করোনা আক্রান্তে ইতালিকে ছাপিয়ে বিশ্বে ষষ্ঠ ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি :করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার হিসাবে ইটালিকে পিছনে ফেলল ভারত। কোভিডে মোট আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরেই।

প্রতি দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। শনিবারও তার ব্যতিক্রম ঘটল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ন’হাজার ৮৮৭ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত হলেন দু’লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন।

আরও পড়ুন: যোগী রাজ্যে নয়া খবর !২৫ সরকারি স্কুলে শিক্ষকতা করে মাসে কোটি টাকা বেতন পান শিক্ষিকা

ইতালিতে মোট আক্রান্ত ২৩৬১১৪। ফলে ইতালিকে ছাপিয়ে ষষ্ঠ স্থানে চলে এল ভারত। প্রথম স্থানে আমেরিকা, যেখানে করোনা আক্রান্ত ১৮ লক্ষ মানুষ। ছয় লক্ষ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল। এরপর আছে রাশিয়া, জার্মানি, স্পেন। 

তবে আশার কথা হল ভারতে মৃত্যুহার খুব কম। যেমন ইতালিতে মারা গিয়েছেন ৩৩ হাজার মানুষ। স্পেনে ২৭ হাজার মৃত, জার্মানিতে ২৯ হাজার। আমেরিকায় তো এক লক্ষের ওপর মানুষ করোনায় মারা গিয়েছেন।

শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে রোজ মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে করোনার থাবায় প্রাণ হারালেন মোট ছ’হাজার ৬৪২ জন। করোনার জেরে দেশে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখনও অবধি দু’হাজার ৮৪৯ জন মারা গিয়েছেন সেখানে। এর পরই রয়েছে গুজরাত। সেখানে মারা গিয়েছেন এক হাজার ১৯০ জন। রাজধানী দিল্লিতে ৭০৮ জনের প্রাণ কেড়েছে করোনা। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৩৮৪) ও পশ্চিমবঙ্গ (৩৬৬)। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (২৫৭), তামিলনাড়ু (২৩২), রাজস্থান (২১৮) ও তেলঙ্গানা (১১৩)।

আইসিএমআর বলেছে কবে করোনা কার্ভের পিক আসবে ভারতে, তা বলা সম্ভব নয়, তবে অদূর ভবিষ্যতে হবে না। দ্রুত অস্থায়ী হাসপাতাল বানানোর ওপর জোর দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে দিল্লি সহ বহু জায়গায় অভিযোগ উঠছে যে করোনা রোগীরা বেড পাচ্ছেন না। অনেক জায়গায় টেস্টিংও হচ্ছে অপ্রতুল বলে অভিযোগ। আনলক ১ -এর মধ্যেই হুহু করে বাড়ছে আক্রান্তের সংথ্যা। চিন্তায় সবাই। 

আরও পড়ুন: ‘১৫ দিনই যথেষ্ট’, ঘরে ফেরাতে হবে বাকি পরিযায়ীদেরও, সরকারকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest