Site icon The News Nest

করোনা আবহে ৩ দিনের মধ্যে ভোটের গাইডলাইন দেবে নির্বাচন কমিশন

election

করোনা-পরিস্থিতির মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী তিন দিনের মধ্যেই একটি সবিস্তার নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

অতিমারির সময় বিভিন্ন রাজ্যে নির্বাচন ও উপ-নির্বাচন করা নিয়ে এ দিন কমিশনে একটি বৈঠক হয়। তাতে বিভিন্ন রাজনৈতিক দল তথা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতামত ও পরামর্শ বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন : নেতাজির ‘মৃত্যুদিন’ ১৮ আগস্ট, কংগ্রেস-বিজেপির টুইটে শুরু বিতর্ক

আগামী ২৯ নভেম্বর বিহার বিধানসভার কার্যকাল শেষ হচ্ছে। অতিমারির জন্য বিহারে ভোট পিছনোর সম্ভাবনা থাকলেও অনেকেই মনে করছেন, আগামী অক্টোবর বা নভেম্বরে বিহারে ভোট হতে পারে। সে সময় ভোট হলেও, কী ভাবে সামাজিক দূরত্ববিধি মেনে তা করা হবে, সে নিয়েও চিন্তা-ভাবনা করছে কমিশন। বিহারে ইতিমধ্যেই অনলাইনে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছে বিজেপি।

তা নিয়ে আপত্তি তুলেছে আরজেডি এবং সিপিএমের মতো দলগুলি। জুলাইতে বিহারের ন’টি বিরোধী দল কমিশনের কাছে একটি স্মারকলিপি দিয়ে দাবি করে, একটিমাত্র দলের অনলাইন প্রচারের ফলে ভোটারদের কাছে পৌঁছনোর ক্ষেত্রে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন : মধ্যপ্রদেশে সরকারি চাকরি পাবে স্থানীয়রাই, ‘শিবু মামুর’ নয়া ফরমান

Exit mobile version