টিকিট বুকিং শুরু এয়ার ইন্ডিয়ার, আগামী তিন মাসের বিমান ভাড়া বেঁধে দিল কেন্দ্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ফের দেশের ভিতর চালু হচ্ছে যাত্রীবাহী বিমান পরিষেবা। বিভিন্ন ডোমেস্টিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া ৷ আজ, শুক্রবার দুপুর থেকেই টিকিট বুকিং শুরু ফ্লাইটের ৷ এয়ার ইন্ডিয়ার সাইটে টিকিট কাটা যাবে বলে জানানো হয়েছে ৷

তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। একই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে টিকিটের দাম। তিন মাসের জন্য আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। 

বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত বিস্তারিত সার্কুলার প্রকাশ করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA।Directorate General of Civil Aviation (DGCA) জানিয়েছে যে সাতটি ব্যান্ড তারা ভাগ করেছেন সেক্টরগুলিকে। সেই অনুযায়ী দাম নির্ধারিত হয়েছে। প্রত্যেকটি ব্যান্ডের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে ইকনমি ক্লাস টিকিটের জন্য। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ও নাকি তাঁর কথা শোনে, চেনেন কী এই ‘সাইক্লোন ম্যান’কে

ডিজিসিএ-র দেওয়া হিসাব অনুযায়ী, ২০০০ টাকা থেকে শুরু করে টিকিটের দাম সর্বোচ্চ ১৮,৬০০ টাকা হতে পারে। ক্লাস এ হল যেখানে ৪০ মিনিটের কম সময় ট্র্যাভেল করা হয়। সেখানে ক্লাস জি হচ্ছে যেখানে আড়াই ঘণ্টা লাগে। তাই সময় অনুযায়ী, দামের রকমফের।

আপাতত স্বাভাবিক সংখ্যার তুলনায় চলবে মাত্র এক তৃতীয়াংশ ডোমেস্টিক উড়ান ৷ কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাই-বেঙ্গালুরু-হায়দরাবাদ, এই ৬ মেট্রো শহরে সোমবার থেকে চালু যাত্রীবাহী বিমান পরিষেবা ৷

করোনা আবহে ঘরোয়া বিমানে যাত্রীদের বেশ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। যেমন, মাস্ক পরা মাস্ট ৷ বিমানবন্দরে প্রত্যেক যাত্রীর শারীরিক পরীক্ষা করা হবে ৷ বিমান ছাড়ার ২ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে ৷

ওয়েব চেক-ইন করে বোর্ডিং পাস নিতে হবে ৷ বোর্ডিং গেটের কাছে মিলবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ৷ মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে ৷ তা না হলে যাত্রীকে লিখিত ভাবে জানাতে হবে যে তিনি করোনা আক্রান্ত নন ৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা বিমানে উঠতে পারবেন না ৷ বিমানে কোনও খাবার দেওয়া হবে না ৷ বাইরে থেকেও খাবার নিয়ে ওঠা যাবে না ৷ জলের বোতল থাকবে সিটের পাশে ৷ বিমানে কোনও সংবাদপত্র বা ম্যাগাজিন দেওয়া হবে না ৷ এক জন যাত্রী একটি চেক-ইন ব্যাগ এবং একটি কেবিন ব্যাগের বেশি নিতে পারবেন না ৷ বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের এ সময় বিমানে ভ্রমণ এড়িয়ে চলারই পরামর্শ দিয়েছে মন্ত্রক।

আরও পড়ুন: রাজ্যকে ১ হাজার কোটি টাকার সাহায্যর প্রতিশ্রুতি দিলেন মোদী

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest