Site icon The News Nest

বিমান, ট্রেন বা বাসে যাত্রা করবেন ভাবছেন? আগে জেনে নিন স্বাস্থ্য মন্ত্রকের নয়া গাইডলাইন…

Bus terminal Train station Airport

নয়াদিল্লি: আগামিকাল ২৫ মে থেকে ফের চালু হচ্ছে ডোমেস্টিক উড়ান পরিষেবা। কিন্তু এখনও পর্যন্ত সারা দেশে করোনা-আতঙ্ক নির্মূল হয়নি। কাজেই উড়ান চালু হলেও তা হচ্ছে নিয়মিত উড়ানের এক তৃতীয়াংশ। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্বাস্থ্যজনিত নানা বিধিনিষেধ আরোপ হচ্ছে বিমানবন্দরে। কলকাতা এবং অন্ডাল, দুই বিমানবন্দরেই যথাসম্ভব ছোঁয়াচ এড়িয়ে নিরাপত্তাজনিত এবং অন্যান্য তল্লাশি যাতে হয়, তার ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরে।

সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ওই নির্দেশিকায় আরও বেশ কিছু নয়া নির্দেশ দেওয়া রয়েছে। আসুন একনজরে দেখে নেওয়া যাক ওই নতুন নির্দেশিকায় কি কি রয়েছে।

১) প্রত্যেক যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক
২) প্রত্যেক যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড থাকতে হবে।
৩) সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রীদের বাধ্যতামূলকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে এবং শুধুমাত্র উপসর্গহীন যাত্রীদেরই সফরে অনুমতি দেওয়া হবে।
৪) বিমানবন্দর, রেলস্টেশন কিংবা বাস টার্মিনালে সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশ বা পরামর্শ ঘোষণা করতে হবে।
৫) বিমাবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনাস নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।
৬) সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৭) বিমানবন্দর, রেলস্টেশন কিংবা বাস টার্মিনালের এক্সিট গেটে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
৮) কোনও যাত্রীর শরীরে উপসর্গ দেখা গেলে তাকে তৎক্ষণাৎ আইসোলেশন সেন্টারে পাঠানো হবে। সেখানেই তার পরীক্ষা হবে।
৯) উপসর্গ খুব বেশি হলে তাকে কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করতে হবে।
১০) করোনা আবহে সফর করার সময় কি করবেন আর কি না করবেন তা টিকিটের পেছনেই লেখা থাকবে।

Exit mobile version