দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়াল, ২৬ হাজার আক্রান্ত শুধু মহারাষ্ট্রেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ৭৪ হাজারের কোটা পেরিয়ে গিয়েছিল গতকালই। বৃহস্পতিবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে দেখা গেল, নতুন সংক্রামিতের সংখ্যা এক লাফে বেড়ে গেছে তিন হাজারের বেশি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৭৮ হাজারে।

বুধবার সকাল ৮টায় এই সংখ্যাই ছিল ৭৪২৮২। বৃহস্পতিবার সকাল ৮টা অবধি কেন্দ্রের পরিসংখ্যান বলছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮০০৩ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা বেড়েছে ৩৭২২ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪২ হাজার ২১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫৪৯ জন।

আরও পড়ুন: ৩০ জুন পর্যন্ত স্পেশাল ছাড়া সব ট্রেনের বুকিং বাতিল, নয়া নির্দেশিকা রেলের

করোনায় আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২৫ হাজার ৯২২ জন এখনও অবধি আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা হানায় ৯৭৫ জন প্রাণ হারিয়েছেন বাণিজ্য নগরীতে। এর পরই রয়েছে গুজরাত। সেখানে প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ন’হাজার ২৬৭ জন। মৃত্যুর সংখ্যা ৬৪তে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ন’হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যার হিসাবে এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লি (৭,৯৯৮), রাজস্থান (৪,৩২৮), মধ্যপ্রদেশ (৪,১৭৩), উত্তরপ্রদেশ (৩,৭২৯)।

পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’হাজার ২৯০ জন। রাজ্যে সরাসরি করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।

আরও পড়ুন: ফের রক্তাক্ত ঘর ফিরতি শ্রমিকরা, উত্তর ও মধ্য প্রদেশে দুর্ঘটনায় মৃত্যু ১৪ পরিযায়ী শ্রমিকের

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest