প্রতিটি রাজ্যেই করোনা ভ্যাকসিনের ড্রাই রান, শুরু ২ জানুয়ারি থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশের সব রাজ্যে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার সার্বিক মহড়া (ড্রাই রান)। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে বৃহস্পতিবারই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই বৈঠকেই দেওয়া হয়েছে এই নির্দেশ।

এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর দেশের চারটি রাজ্য- অসম, অন্ধ্র প্রদেশ, পঞ্জাব ও গুজরাটে করোনা ভ্যাকসিনের ড্রাই রান করা হয় এবং তা সফলও হয়। সূত্র অনুযায়ী, একই পদ্ধতিতে প্রতিটি রাজ্যে নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অংশগ্রহণকারীদের “ডামি করোনা ভ্যাকসিন” (Dummy COVID-19 Vaccine) দেওয়া হবে। এছাড়াও ভ্যাকসিন বন্টন, পরিবহণ, প্রশিক্ষণ সহ যাবতীয় বিষয়ই পরীক্ষা করে দেখা হবে, যাতে ভ্যাকসিনের অনুমোদন মিললেই দ্রুত বন্টন প্রক্রিয়া শুরু করা যায়।

ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলির কতটা প্রস্তুত, তা যাচাই করতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি উচ্চস্তরীয় বৈঠক ডাকেন। বৈঠকে সকল রাজ্যকেই ভ্যাকসিন বন্টনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ৪,৩৫৫ কোটি তছরুপ মামলায় সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব, ইডি অফিসে ‘বিজেপি কার্যালয়’ পোস্টার লাগাল শিবসেনা

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়,চার রাজ্যে দুদিনের ড্রাই রানে সাফল্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশবাসীর টিকাকরণের প্রস্তুত রয়েছে রাজ্যগুলি, অপেক্ষা কেবল ভ্যাকসিনের ছাড়পত্রের।

অন্যদিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ডঃ ভিজি সোমানি (VG somani)-ও আজ একটি ওয়েবিনারে জানান যে আগামী বছরেই দেশে করোনার প্রতিষেধক আসছে। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আপৎকালীন অনুমোদন নিয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৬ কোটি টাকার ফসল নিয়ে বেপাত্তা বেসরকারি সংস্থা, কৃষি আইন নিয়ে অস্বস্তি বিজেপির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest