Site icon The News Nest

দেশেও শুরু মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষা, প্রতি জায়গায় ১,০০০ জনের ট্রায়াল

India corona2

করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কারের জন্য ভারতে ক্লিনিকাল ট্রায়াল চলছে। তাতে শামিল হতে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবকরা। মঙ্গলবার একথা জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব।

পশুদের উপর সফল প্রয়োগের পর দুটি টিকা বাছাই করা হয়েছে। আইসিএমআর প্রধান বলেন, ‘দুটি ভারতীয় টিকা আছে। ইঁদুর এবং খরগোশের উপর সফলভাবে বিষক্রিয়ার পরীক্ষা করা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে চলতি মাসের গোড়ায় প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের শুরুর অনুমতি পেয়েছে দুটিই।’

আরও পড়ুন : এবার জিও-তে টাকা লাগাবে গুগল, 5G ট্রায়াল শুরু করবে মুকেশ আম্বানির সংস্থা

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনন্দিন সাংবাদিক বৈঠকে আইসিএমআর কর্তা জানান, দুটি টিকারই পরীক্ষার একাধিক জায়গা নির্ধারিত হয়ে গিয়েছে এবং প্রতিটি জায়গায় প্রায় ১,০০০ জন স্বেচ্ছাসেবকের দেহে সেই টিকা প্রয়োগ করা হচ্ছে।একইসঙ্গে আইসিএমআর প্রধান জানান, ব্রিটেন, আমেরিকা এবং রাশিয়াও টিকার কাজে আরও দ্রুততা আনার পথে হেঁটেছে। তাঁর কথায়, ‘প্রাথমিক পর্যায়ের সফল একটি প্রতিষেধকের (কাজ) দ্রুত করছে রাশিয়া। আজকের হিসেবে আমেরিকা দুটি টিকার কাজ দ্রুত এগিয়ে নিয়ে গিয়েছে।  ব্রিটেনও ভাবনাচিন্তা করছে কীভাবে অক্সফোর্ডের প্রতিষেধকের কাজ আরও দ্রুততার সঙ্গে করা যায়, মানুষের ব্য়বহারের জন্য তা কীভাবে তাড়াতাড়ি করা যায়।’

দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এদিকে একই সঙ্গে চলছে আনলক প্রক্রিয়াও। করোনার কারনে বাকি চিয়াকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে। হাসপাতালে গেলেই প্রথমেই করোনা পরীক্ষা। রুগীর অন্য কোনও শুনতেই চাইছে না হাসপাতাল। করোনা পজিটিভ জানতে পারলে শুরু হয়ে যাচ্ছে প্রশাসনিক তৎপরতা। যার অর্থ হল আক্রান্ত পরিবারের বাড়ির চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দিলেই প্রশাসনের কাজ শেষ। এর পর তারা কি খাবে? কে তাদের বাজার হাট করে দেবে সে দায় প্রশাসনের নেই।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সফল, দাবি মার্কিন সংস্থার

Exit mobile version