সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে টাকা! ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে তৃতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণার পথে কেন্দ্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনাকালে ধুকছে ভারতীয় অর্থনীতি, মন্দা সর্বত্র। ইতিমধ্যেই ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে শুরু থেকেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল। কিন্তু ঘোষিত এই আর্থিক প্যাকেজগুলোর সবকটি ছিল ঋণ সর্বস্ব। আর এর ফলে আমজনতার হাতে সরাসরি টাকা পৌছায়নি। আর তাই মন্দা কাটিয়ে পরিস্থিতিকে সভাবিক করতে তৃতীয় দফার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার বলে জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে মাত্র কয়েকমাস আগেই কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের অর্থ সাহায্য করেছিল। ফের একবার সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্র। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫০০ টাকা করে সাহায্য করার। এর আগে ২০ কোটি মহিলাকে এই ১৫০০ টাকা করে সাহায্য করা হয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, নিজেই জানালেন টুইটে

কিন্তু সামনেই উৎসবের মরশুম, তাই শোনা যাচ্ছে আরও ৩ মাস এভাবেই জন ধন (Jan dhan Yojana) হোল্ডারদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে দেওয়া হবে। অবশ্য এই কথা জানা গেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের দ্বারা কিন্তু সরকার এই নিয়ে মুখ খোলে নি।

একই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার (Pradhanmantri Garib Kalyan Yojana) অন্তর্ভুক্ত মানুষদের বিনামূল্যে খাদ্য শস্য দেওয়ার ক্ষেত্রেও মেয়াদ বাড়ানো বাড়িয়ে মার্চ মাস পর্যন্ত করে দেওয়া হতে পারে বলে জানা গেছে। এখানে মোট ৮০ কোটি মানুষকে সাহায্য করা হবে। যেখানে প্রতি পরিবার ৫ কেজি খাদ্য শস্য পাবে, এই মেয়াদ যেখানে শেষ হওয়ার কথা নভেম্বর মাসেই, সেটাই হয়ত এবার বৃদ্ধি পাবে ২০২১ এর মার্চ মাস পর্যন্ত।

আরও পড়ুন: আরোগ্য সেতুর ঢাক পেটালেন মোদী, কে তৈরি করেছে অ্যাপ? জানেই না সরকার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest