OTT প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিও দেখানো হয়! কেন্দ্রকে কড়া নজরদারির ‘সুপ্রিম’ নির্দেশ

ওটিটি প্ল্যাটফর্মের উপরে কেন্দ্রের নজর কড়া হোক, জানাল সুপ্রিম কোর্ট।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওটিটি প্ল্যাটফর্মে কোনও ছবি বা ওয়েব সিরিজ কিংবা যে কোনও ধরণের কনটেন্ট মুক্তির আগে স্ক্রিনিংয়ের প্রয়োজন আছে, জোর দিয়ে জানালো সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানায়, ‘কিছু ওটিটি প্ল্যাটফর্মে তো পর্নোগ্রাফিও দেখানো হয়’।  এই ধরণের স্ট্রিমিং সাইটগুলোতে কী দেখানো হবে তা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। এর জন্য কেন্দ্রকে হস্তক্ষেপ করবার কথা বলে আদালত। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে সম্প্রতি যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সেই রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।

বিতর্কিত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav) সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল এদিন। ‘আমাজন ইন্ডিয়া’র (Amazon India) প্রধান অপর্ণা পুরোহিত এর আগে তাঁর গ্রেপ্তারিতে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এলাহাবাদ হাই কোর্ট সেই আবেদন নাকচ করে দেওয়ার পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারই শুনানির সময় এদিন শীর্ষ আদালতকে এমন মন্তব্য করতে দেখা গেল।

আরও পড়ুন: গুনগুন ম্যাজিক অব্যাহত! পাঁচবার TRP তালিকায় শীর্ষে ‘খড়কুটো’, মোহর নেমে গেল নবম স্থানে

‘আজকের দিনে ওটিটিতে ছবি দেখা খুব প্রচলিত বিষয়। আমাদের মনে হয় এইক্ষেত্রে নজরদারি থাকা উচিত। কারণ পর্নোগ্রাফিও দেখানো হচ্ছে’, পর্যবেক্ষণ বিচারপতি অশোক ভূষণের। বিচারপতি আরএস রেড্ডি বলেন, ”ওটিটি প্ল্যাটফর্মগুলিতে পর্নোগ্রাফিও দেখানো হচ্ছে। তাই এই বিষয়ে একটা ব্যালান্স রাখা দরকার।”

এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতাকে শুক্রবার, মামলার পরবর্তী শুনানিতে ওটিটি প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কেন্দ্রের জারি গাইডলাইন জমা দিতে বলা হয়েছে। এদিকে আজই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী। আসলে গত সপ্তাহেই একটি নতুন গাইডলাইন পেশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, নয়া গাইডলাইনকে স্বাগত জানিয়েছেন ওটিটি দুনিয়ার সমস্ত প্রতিনিধিরাই।

আরও পড়ুন: ভোটের আবহে গেরুয়া বিকিনিতে চান্দ্রেয়ী! ইনস্টাগ্রাম পোস্ট দেখেছেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest