পুলিশি তদন্তে অসঙ্গতি, JUN-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন মঞ্জুর

জেএনইউ-র প্রাক্তন এই ছাত্রের বিরুদ্ধে হাজির করা প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় এই সিদ্ধান্ত।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সমাজকর্মী ও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন মঞ্জুর করল দিল্লি আদালত। অক্টোবর মাসে দিল্লি ডাঙায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ইউএপিএ ধারায় পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। গত বছর ২৪ ফেব্রুয়ারি দিল্লি দাঙ্গায় প্রায় ৫০ জনের মৃত্যু হয় জখম হন ২০০ জন।

এছাড়াও তিনি সিএএ বিরোধী প্রচারে যান মধ্য প্রদেশ, রাজস্থান, বিহারে ও মহারাষ্ট্রে। সেখানে উস্কানিমূলক বক্তব্যে কারণেও অভিযোগ ওঠে তাঁর নামে। শাহীনবাগ ও সিএএ বিরোধী উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আসে উমর খালিদের নামে। বহুবার জামিন নামঞ্জুর হওয়ার পর অবশেষে দিল্লি আদালত জামিন দিল তাঁকে।  জেএনইউ-র প্রাক্তন এই ছাত্রের বিরুদ্ধে হাজির করা প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় এই সিদ্ধান্ত। আদালত নির্দেশ দিয়েছে সাম্প্রতিক কোভিড পরিস্থিতির কারণে ছাড়া পাওয়ার আগে তাঁর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

আরও পড়ুন: মোদীর কেন্দ্রে গো হারা ABVP, জয় পেল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI

জামিন মঞ্জুর করে আদালত বলেছে, ‘শুনানিতে এটা নিশ্চিত হয়েছে সরকারপক্ষের প্রত্যক্ষদর্শী ওপর একটি ইউএপিএ মামলার প্রত্যক্ষদর্শী। যে মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের দিকটা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেই প্রত্যক্ষদর্শী ২১.০৫.২০২০-তে যে বয়ান দিয়েছেন সেখানে অভিযুক্তের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেনি। তারপর হঠাৎ করে অপরাধমূলক ষড়যন্ত্র মামলায় ২৭.০৯.২০২০-তে অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন। এই প্রাথমিক পর্যবেক্ষণে সেই প্রত্যক্ষদর্শীর বয়ান খারিজ করা হল।‘

খালিদের আইনজীবী ত্রিদীপ পায়াস কোর্টে সওয়ালে বলেন, ‘তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিরোধী কণ্ঠরোধ করতে এটা রাজনৈতিক প্রতিহিংসা।‘

আরও পড়ুন: গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি! ৭.৩৯%-এ বাড়তে পারে সব্জির দাম

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest