Site icon The News Nest

৮ অগস্ট ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, জানাল রাষ্ট্রপতি ভবন

pranab mukharjee

#নয়াদিল্লি: আগামী ৮ অগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। রবিবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। সে দিন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন।

দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর ভারতরত্নের জন্য মনোনীত হন প্রণববাবু। তাঁর সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে তিনি লেখেন, ‘সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণববাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।’

দেশের কংগ্রেসি রাজনীতির অন্যতম প্রাণপুরুষ প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদ আলোকিত করেছেন। বাদ গিয়েছে শুধু প্রধানমন্ত্রীর পদটি। প্রতিভা পাটিলের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় ইউপিএ সরকারের সময় ২০১২ সালে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শেষ হয় তাঁর কার্যকাল। তিনিই ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

Exit mobile version