মোদি সরকারের বড় ধাক্কা, মন্ত্রিসভা থেকে ইস্তফার পর NDA ছাড়ল শিরোমণি অকালি দল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কৃষি বিলের বিরোধিতা করে এনডিএ (NDA) ছাড়ল সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিরোমণি অকালি দল (SAD)। শনিবার দীর্ঘ বৈঠকের পর জোট ছাড়ার কথা ঘোষণা করে অকালি দলের শীর্ষ নেতৃত্ব। রবিবার থেকেই তিন কৃষি বিলের বিরোধিতা করে পাঞ্জাবে টানা আন্দোলনে নামছেন তাঁরা।

শনিবার এই ঘোষণা করেছেন অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। গত সপ্তাহে লোকসভায় কৃষি বিল পাশ হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন অকালি নেত্রী হরসিমরত কউর বাদল।  গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন হরসিমরত। এর পরেও তাদের সঙ্গে কোনও আলোচনায় যায়নি বিজেপি। পরদিনই হরসিমরতের ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি।

শনিবার শিরোমণি অকালি দলের কোর কমিটির বৈঠকে NDA ছাড়ার সিদ্ধান্ত হয়। বলে রাখি, NDA-এর সব থেকে পুরনো শরিক পঞ্জাবের শিরোমণি অকালি দল। ওদিকে কৃষি বিলের বিরোধিতায় পঞ্জাব জুড়ে আন্দোলনে নামে শিরোমণি অকালি দল। শুক্রবার সেরাজ্যে বনধে ব্যাপক সাড়া পড়ে। বিভিন্ন জায়গায় হয় রেল অবরোধ।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে অকালি দলের দাবি, কৃষি বিল কৃষকদের স্বার্থবিরোধী। এতে কৃষিপণ্যের দামের নিয়ন্ত্রণ পুঁজিপতিদের হাতে চলে যাবে। ফলে ইচ্ছামতো দামে কৃষকদের থেকে ফসল কিনবে তারা।

এদিন অকালি দলে তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ”শিরোমণি অকালি দল এনডিএ জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, কেন্দ্র সরকার এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি রক্ষা নিয়ে নিয়ে সরকারিভাবে কোনও নিশ্চয়তা দিতে নারাজ। এ নিয়ে একগুঁয়ে মনোভাব এবং পাঞ্জাবি-শিখ ইস্যুতে কেন্দ্রের মনোভাবের বিরোধিতা করে জোট ভাঙা হল।”

আরও পড়ুন: রাতারাতি কোটিপতি!‌ আচমকাই ১০ কোটি ঢুকল উত্তরপ্রদেশের কিশোরীর অ্যাকাউন্টে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest