কৃষক বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, ট্র্যাক্টর উলটে দিল্লিতে মৃত্যু কৃষকের, গুলি চালানোর অভিযোগ বিক্ষোভকারীদের

একাধিক ফুটেজে দেখা গিয়েছে, কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কৃষকদের ট্র্যাক্টর মিছিলের জেরে ক্রমশ অবনতি হচ্ছে দিল্লির পরিস্থিতি। তারইমধ্যে ট্র্যাক্টর উলটে মৃত্যু হল এক কৃষকের। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ গুলি চালানোর ফলে মৃত্যু হয়েছে তাঁর।

ট্র্যাক্টর প্যারেডের জন্য নির্দিষ্ট রুটে অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। ওই সব রুটে ব্যাপক পুলিশি নিরাপত্তার পাশাপাশি ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। কিন্তু প্রতিবাদী কৃষকদের একটি দল সেই রুট এড়িয়ে পৌঁছে যায় আইটিও চত্বরে। সেখানে পৌঁছতেই তাঁদের বাধা দেওয়া হয়, তাতেই শুরু হয় কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ। হাতাহাতি, সংঘর্ষে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের। কিন্তু তার পরেও দীর্ঘক্ষণ আইটিও চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা।

তারইমধ্যে মিন্টো রোডের কাছে ট্র্যাক্টর উলটে এক বিক্ষোভকারীরা কৃষকের মৃত্যু হয়েছে। ট্র্যাক্টরের নীচে তাঁর দেহ চাপা পড়ে থাকতে দেখা যায়। যদিও বিক্ষোভকারীদের দাবি, ট্র্যাক্টর লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। তার জেরে ট্র্যাক্টর উলটে মৃত্যু হয়েছে ওই কৃষকের। আপাতত ঘটনাস্থলেই কৃষকের মৃতদের রেখে চারপাশে বসে আছেন বিক্ষোভকারীরা। জাতীয় পতাকায় জড়িয়ে দেওয়া হয়েছে মৃত কৃষকের দেহ।

আরও পড়ুন: নেতাজির লুকে প্রসেনজিতের ছবির উন্মোচন করলেন রাষ্ট্রপতি? দানা বাঁধছে বিতর্ক

লালকেল্লায় পৌঁছে গেল কৃষকদের মিছিল। শুধু পৌঁছে গেল তাই নয়, লালকেল্লায় পৌঁছে কৃষক আন্দোলনের পতাকা উড়িয়ে দিলেন তাঁরা। সংঘর্ষ, কাঁদানে গ্যাস, লাঠি চার্জ। কিছু দিয়েই পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারল না প্রতিবাদী কৃষকদের। তিন সীমানায় সব ব্যারিকেড ভেঙে চুরমার হল মঙ্গলবার। পুলিশের ঘোষিত পথে গেল না হাজার হাজার ট্র্যাক্টর। পথ পাল্টে লালকেল্লায় গিয়ে কৃষকদের মধ্যে থেকে আওয়াজ উঠল ‘অকুপাই দিল্লি’।

একাধিক ফুটেজে দেখা গিয়েছে, কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। চলছে লাঠি। পাল্টা কৃপাণ হাতেও কৃষকদের দেখা গিয়েছে। সকাল ১০টায় নয়ডা মোড়ের চিত্রটা ছিল এমনই। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি।

আরও পড়ুন: সত্যযুগে বেঁচে উঠবে! দুই মেয়েকে হত্যা করল কুসংস্কারচ্ছন্ন উচ্চশিক্ষিত দম্পতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest