লুডো খেলায় চিটিং করেছে বাবা, অভিযোগ নিয়ে সটান আদালতে মেয়ে !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লুডো খেলতে বসে বাবা ধোঁকা (Cheat) দিয়েছে, এই অভিযোগ নিয়ে সোজা আদালতের দ্বারস্থ হয়েছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বছর চব্বিশের এক তরুণী।

কিছুদিন আগে বাড়িতে বাবা ও ভাইবোনদের সঙ্গে বসে লুডো খেলছিলেন ওই তরুণী। সেই সময় তাঁর বাবা মেয়েটির একটি পাকা ঘুঁটি কেটে দেন। বাবা যে তাঁর ঘুঁটি কাটতে পারে, সেটা ওই তরুণী বিশ্বাসই করতে পারেননি।

‘বিশ্বাস ভঙ্গ’ হওয়ায় ভোপাল ফ্যামিলি কোর্টের দ্বারস্থ হয় মেয়েটি।  আদালতের এক মহিলা আধিকারিক সরিতা জানিয়েছেন, “মেয়েটির কান্ড দেখে আমি অবাক। তরুণী জানিয়েছে, সে তার বাবার প্রতি সমস্ত শ্রদ্ধা হারিয়েছে। যে বাবা তাঁকে পৃথিবীর সমস্ত সুখ দেওয়ার কথা দিয়েছিলেন, তিনি মেয়েকে হারিয়ে দেওয়ার জন্য এমন কাজ করতে পারেন, তা মেয়েটি ভাবতেই পারছে না।”

আরও পড়ুন : কৃষকদের ‘জঙ্গি’ বলার জের, ফৌজদারি মামলা দায়ের কঙ্গনার বিরুদ্ধে

বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে তরুণী। মেয়েটির কথায়, “বাবা সবসময় বলত, আমাকে সুখী করতে সব করতে পারে। ওই দিন আমার আনন্দের জন্য বাবার উচিৎ ছিল গেমটা হেরে যাওয়া। কিন্তু বাবা তা করেনি। আমার সমস্ত বিশ্বাব ভেঙে দিয়েছে বাবা।”

তরুণীর কাণ্ড দেখে অবাক আদালতের সকলে। ঘটনা প্রসঙ্গে আদালতের কাউন্সেলর সরিতা জানিয়েছেন, মেয়েটির সঙ্গে চারদফার কাউন্সিলিং সেশন করা হবে। তবে এই প্রথম নয়। এর আগে এই লুডো খেলায় হেরে গিয়ে প্রেমিক-প্রেমিকা সম্পর্ক ভাঙা, স্বামী স্ত্রীকে মারধর এমনকী খুনের মতো ঘটনাও ঘটেছে। তবে এভাবে সোজা আদালতে যাওয়ার ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না বেশিরভাগ মানুষই ।

আরও পড়ুন : মোদি সরকারের বড় ধাক্কা, মন্ত্রিসভা থেকে ইস্তফার পর NDA ছাড়ল শিরোমণি অকালি দল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest