আমদাবাদের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু অন্তত ৮ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমদাবাদের একটি বেসরকারি কোভিড হাসাপাতালে আগুন লাগার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে আট জনের। বৃহস্পতিবার সকালে বিধ্বংসী আগুন লাগে এই হাসপাতালে। দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল। মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

আমদাবাদের নবরংপুর এলাকায় রয়েছে শ্রেয় হাসপাতালে। সেই বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। সেখানেই আজ ভোর তিনটে নাগাদ আগুন লাগে। যার জেরে অন্তত আট রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন :  সবথেকে কার্যকর ও ‘খাঁটি’ হ্যান্ড স্যানিটাইজার কী করে চিনবেন? জেনে নিন উপায়

মৃতরা সকলেই আইসিইউতে ভর্তি ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ৫০ শয্যার সেই হাসপাতালে ৪৫ জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে ১০টি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সর্দার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মৃতরা সকলেই আইসিইউতে ভর্তি ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ৫০ শয্যার সেই হাসপাতালে ৪৫ জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে ১০টি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সর্দার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কোভিড হাসপাতালে আগুন লাগা নিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় দু:খিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদন জানায়। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’ ঘটনা নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ও আমদাবাদের মেয়র বিজয় পটেলের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ক্ষতিপূরণের কথাও জানা হয়েছে। আমদাবাদের হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা ও আহতের প্রত্যেককে ৫০ হাজার করে টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে জানানো হয়েছে। শ্রেয় হাসপাতালে আগুন লাগার ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। তিন  দিনের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : রামমন্দিরের শিলান্যাসের দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করলেন মোদী

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest