ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। এবার কনৌজের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের (Agra-Lucknow Expressway) উপর একটি বাস ও একটি গাড়ির সংঘর্ষ। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
রবিবার সকালে বাসটি বিহারের দ্বারভাঙ্গা (Darbhanga) থেকে দিল্লির দিকে যাচ্ছিল। মাঝপথে উত্তরপ্রদেশের কনৌজের (Kannauj) সৌরিখ এলাকায় একটি গাড়িকে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। আহতদের উদ্ধার করে দুটি স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন : ‘গরিবের ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা লুঠ হয়েছে’, মোদী সরকারকে তোপ ডেরেকের
কয়েকজনের অবস্থা সংকটজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা, তা স্পষ্ট নয়।প্রায় মাসখানেক ধরে উত্তরপ্রদেশে দুর্ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে কাজ থেকে বাড়ি ফেরার পথে স্রেফ পথ দুর্ঘটনার জন্য যোগী রাজ্যে প্রাণ গিয়েছে বহু পরিযায়ী শ্রমিকের। বিরোধীরা বলছেন, রাজ্যের ট্রাফিক ব্যবস্থা এবং বেহাল রাস্তার জন্যই দুর্ঘটনার প্রবণতা বাড়ছে।
Kannauj: Five people died, at least 18 injured after a private bus hit another vehicle at Agra – Lucknow Expressway this morning. The injured have been taken to a hospital. The bus was going from Bihar's Darbhanga to Delhi when the accident occured. pic.twitter.com/xg6YYFWYTI
— ANI UP (@ANINewsUP) July 19, 2020
আরও পড়ুন : একদিনে রেকর্ড, ভারতে করোনায় আক্রান্ত আরও ৩৯,০০০, সুস্থও প্রায় ২৪ হাজার