অপেক্ষার অবসান! লাদাখ সংঘাতের আবহেই অবশেষে বায়ুসেনায় যোগ দিল পাঁচ রাফাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লাদাখ সঙ্ঘাতের আবহে ভারতীয় বায়ুসেনার বহরে ফরাসি যুদ্ধবিমান রাফাল। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৯ জুলাই ভারতের মাটি ছুঁয়েছিল ফ্রান্স থেকে উড়ে আসা পাঁচটি মাল্টিরোল ফাইটার জেট।। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে সেগুলি ভারতীয় বায়ুসেনার কাজে যোগ দিল। বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দীর কথায়, ‘‘ফরাসি যুদ্ধবিমানগুলি হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে।’’

মস্কো থেকে ফিরে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেনফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার।  ভারতে ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনায়েন ও ফরাসি এয়ার জেনারেল এরিক অটলে এবং দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরাও ছিলেন।

বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, সবরকম প্রথা মেনে সর্বধর্ম আরাধনার পরেই রাফাল ফাইটার জেটগুলিকে স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিনের এয়ার শো-তে রাফালের সঙ্গেই অংশ নিয়েছিল সুখোই-৩০এমকেআই, তেজস, জাগুয়ার যুদ্ধবিমানও। ছিল ধ্রুব হ্যাল কপ্টার।

আরও পড়ুন: ২১ সেপ্টেম্বর স্কুল চালু করার জন্য চূড়ান্ত নির্দেশ কেন্দ্রের, জেনে নিন কোন কোন নিয়ম বাধ্যতামূলক

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সামনে কড়া ভাষায় রাজনাথ বলেন, ‘রাফালের অন্তর্ভুক্তির মাধ্যমে সারা বিশ্বের কাছে জোরদার এবং কড়া বার্তা গেল। বিশেষত যারা আমাদের সার্বভৌমত্বের উপর চোখ রাঙাচ্ছে। আমাদের সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে নাকি আমার বলা উচিত যে আমাদের সীমান্তে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা বিচার করে এই অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রাফাল হাতে আসার আগেও পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় বায়ুসেনা যে তৎপরতা দেখিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, ‘আজ আমাদের বায়ুসেনার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। সম্প্রতি সীমান্তে দুর্ভাগ্যজনক ঘটনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দ্রুত ও সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার অঙ্গীকার ফুটে উঠেছে। সীমান্ত লাগোয়া ঘাঁটিতে যেভাবে ভারতীয় বায়ুসেনা নিজেদের সম্পত্তি মোতায়েন করেছে, তা ভরসা জুগিয়েছে যে নিজেদের দায়িত্ব পালনে পুরোপুরি তৈরি তারা।’

অর্থাৎ আম্বালা বায়ুঘাঁটি থেকে রাজনাথের বার্তা একেবারে স্পষ্ট, রাফাল আসার আগেও পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় বায়ুসেনার প্রস্তুতি দারুণ ছিল। রাফাল আসার পরে হাতটা আরও শক্ত হল।

আরও পড়ুন: গুজব ছড়িয়ে পিটিয়ে খুন, যোগী রাজ্যে দু’দিনে গণপিটুনিতে মৃত ২, ভাইরাল ভিডিয়ো

আমরা আছি টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। https://t.me/thenewsnest

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest