কিডনির অবস্থার অবনতি, গভীর কোমাতেই প্রণব, জানাল হাসপাতাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফুসফুসে সংক্রমণের জটিলতার মধ্যে, প্রণব মুখোপাধ্যায়ের কিডনির অবস্থারও অবনতি হল কিছুটা। বুধবার এমনটাই জানানো হল দিল্লির সেনা হাসপাতালের তরফে।

বুধবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে হাসপাতালের তরফে বলা হয়েছে, ‘শ্রী প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণের চিকিত্‍‌সা চলছে। গতকালের থেকে তাঁর মূত্রাশয়ের মাপকাঠির সামান্য অবনতি হয়েছে। এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন। ভেন্টিলেটর সাপোর্টেই রাখা আছে তাঁকে।’ ডাক্তারদের বিশেষ দল নিয়মিত পর্যবেক্ষণে রাখছে ৮৪ বছরের ভারতরত্নকে।

আরও পড়ুন : কমতে পারে দু’চাকার দাম! তেমনই ইঙ্গিত নির্মলার

গত ১০ অগস্ট থেকে দিল্লিতে আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপরই গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর শরীরে করোনার সংক্রমণও ধরা পড়ে।

গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণববাবু। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি হন। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে।

গত বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির সেনা হাসপাতাল সে দিন মেডিক্যাল বুলেটিনে জানায়, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁর ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাঁকে নজরদারিতে রাখছেন।

আরও পড়ুন : ১৯ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে হেসে উঠল ৪ বছরের জাভেদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest