Site icon The News Nest

স্থিতিশীল রয়েছেন বাবা, সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানালেন প্রণব-পুত্র অভিজিৎ

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শুক্রবার টুইট করে সে কথা জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

দুপুরে টুইটারে অভিজিৎ লেখেন, ‘‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন, ‘দেশকে আমি যতটা দিয়েছে, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক পেশি পেয়েছি।’ ওঁর জন্য প্রার্থনা করুন।’’

আরও পড়ুন : আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম রায়ে দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ, শাস্তি ঘোষিত হবে ২০ অগাস্ট

প্রণববাবুর কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, ‘‘চিকিৎসার পরিভাষায় না গিয়ে, গত দু’দিনে আমি যত টুকু বুঝেছি তা হল, বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’’

শর্মিষ্ঠা আরও লেখেন, ‘‘সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির উপর আস্থা রয়েছে আমার। এই কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে রয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান। ’’

রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। পরে গভীর কোমায় চলে যান তিনি।ধবার বিকেলে এবং বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : ঠিক মত চুল ধুতে না পেরে বেজায় চটেছেন ট্রাম্প, জেনে নিন কারণ কি

 

 

 

Exit mobile version