Site icon The News Nest

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি

s jaipal reddy 28.07

হায়দরাবাদ: শনিবার গভীর রাতে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা এস জয়পাল রেড্ডি। হায়দরাবাদের এক হাসপাতালে তিনি মারা জন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

জয়পাল রেড্ডি বহু দিন ধরেই অসুস্থ ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই তিনি রাত দেড়টা নাগাদ মারা যান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু সাফল্যের মুখ দেখেছেন রেড্ডি। পাঁচবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। শেষজীবনে বার দুই রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন রেড্ডি। পাঁচবার অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধায়কও ছিলেন। প্রথম মন্ত্রী হন ইন্দ্রকুমার গুজরালের মন্ত্রিসভায়। সেসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। মনমোহন সিংয়ের মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন তিনি। প্রথম ইউপিএ সরকারের আমলে নগরোন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় ইউপিএ আমলেও সামলেছেন নগরোন্নয়ন মন্ত্রক। তবে, শেষদিকে দায়িত্ব বদলে দেওয়া হয় তাঁকে দেওয়া হয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

জয়পাল রেড্ডির মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, তিনি এক জন অসামান্য সাংসদ ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। রাহুল গাঁধী টুইট করেন, ‘এমন একজন নেতাকে হারানোর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অসাধারণ সাংসদ ছিলেন। তেলঙ্গানার মহান সন্তান তিনি। নিজের সমস্ত জীবন জনগণের কাজে উৎসর্গ করেছিলেন।’ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, ভারতীয় জনজীবনে তিনি ছিলেন এক জন সুভদ্র, সুপণ্ডিত, সম্মাননীয় মানুষ। তেলঙ্গানার কংগ্রেস নেতা উত্তমকুমার রেড্ডি টুইট করে জানিয়েছেন, কংগ্রেস পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। সোমবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা।

Exit mobile version