বেঙ্গালুরু: নিখোঁজ হয়ে গিয়েছেন ভারতবিখ্যাত ফুড চেন কাফে কফি ডে’র প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই ভিজি সিদ্ধার্থ। নিখোঁজ হওয়ার আগে কর্মীদের উদ্দেশে চাঞ্চল্যকর বয়ানে একটি বিরাট চিঠি লিখে গিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএনআইয়ের হাতে আসা ওই চিঠিতে আয়কর দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন তিনি।
জানা গিয়েছে, সোমবার রাতে বেঙ্গালুরু থেকে ম্যাঙ্গালুরুর দিকে রওনা দেন সিদ্ধার্থ। নেত্রাবতী নদীর উপরের সেতুতে চালককে গাড়ি থামাতে বলে নেমে পড়েন সিদ্ধার্থ। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। তাঁর খোঁজে নেত্রাবতী নদীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
তাঁর গাড়িচালক বাসবরাজ পাটিল বলেছেন, ‘‘আমরা বেঙ্গালুরু থেকে সকলেশপুর যাচ্ছিলাম। হঠাৎ তিনি আমাকে মেঙ্গালুরুর দিকে গাড়ি ঘোরাতে বলেন। তাঁর নির্দেশেই নেত্রীবতী নদীর উপর সেতুতে আমি গাড়ি থামাই। তারপর গাড়ি থেকে নেমে তিনি হাঁটতে শুরু করেন।’’ গাড়িচালকের বয়ান অনুযায়ী, ‘‘রাত আটটা বেজে গেলেও সিদ্ধার্থ ফেরেননি। তাঁর ফোনও বন্ধ ছিল। উদ্বিগ্ন হয়ে আমি তাঁর ছেলেকে ফোন করি। এরপর, পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়।’’
সিদ্ধার্থের খোঁজে নেত্রাবতী নদীতে তল্লাশি চালানো হচ্ছে। নামানো হয়েছে পুলিশ কুকুর। তল্লাশি অভিযানে সাহায্য করছেন স্থানীয় মৎস্যজীবীরাও। মেঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাটিল বলেছেন, ‘‘সিদ্ধার্থ শেষ বার কাদের সঙ্গে কথা বলেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’’
সিদ্ধার্থের এমন ভাবে নিখোঁজ হওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে। আর তাতে নানা জল্পনা শুরু হয়েছে। জল্পনা আরও বাড়িয়ে নিজের সংস্থার কর্মীদের লেখা সিদ্ধার্থের একটি চিঠি প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা এএনআই। চিঠিতে সিদ্ধার্থ লিখেছেন, “প্রচুর চেষ্টা করেও আমার ব্যবসাকে ‘আদর্শ লাভজনক’ ব্যবসা হিসেবে তুলে ধরতে পারিনি। আমি অনেক করেছি। নিজের সর্বশক্তি দিয়েছি। কিন্তু যাঁরা আমার ওপরে পুরোপুরি ভরসা করেছিলেন, তাঁদের ভরসার পাত্র আমি হয়ে উঠতে পারিনি। আমি অনেক যুদ্ধ করেছি। কিন্তু চারিদিকে এত চাপ আমি আর নিতে পারছি না।আমাদের শেয়ার বাজেয়াপ্ত করার ব্যাপারে আয়কর দফতরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল আমাকে অনেক হেনস্থা করেছেন।”
শিল্পপতি নিখোঁজ হওয়ার খবর শুনে কৃষ্ণর বাড়ির সামনে ভিড় জমতে থাকে। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রাজ্যের কংগ্রেস নেতাদের মধ্যে যান ডি কে শিবকুমার ও বি এল শংকর। সিদ্ধার্থর বাড়ি চিকমাগালুর জেলায়। তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষ্ণর এক মেয়েকে বিয়ে করেন। পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে তিনি প্রথমে চাকরি করেন মুম্বইয়ের জে এম ফিনান্সিয়াল লিমিটেডে। পরে বেঙ্গালুরুতে নিজের কোম্পানি খোলেন, তার নাম সিভান সিকিউরিটিজ। তার সঙ্গে শুরু করেন ক্যাফে কফি ডে। চিকমাগালুরে যে কফি উৎপন্ন হয়, তাকে তিনি বিশ্ব জুড়ে জনপ্রিয় করে তোলেন।