Site icon The News Nest

পুজোর আগে আরও একবার সস্তা সোনা, শুক্রবার ফের নামল বাজার

gold jewellery 1

গত তিন দিনের ট্রেন্ড বজায় রেখে শুক্রবার ভারতীয় বাজারে আরও সস্তা হল সোনা। বিনিয়োগকারীদের কপালে ভাঁজ পড়লেও পুজোর আগে সোনার দাম কমায় খুশির ছোঁয়া গৃহস্থের মনে।এ দিন এমসিএক্স সূচকে ০.২৭% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৭৭১ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে সূচকে ০.৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫৯,৩২৯ টাকা।

গত অধিবেশনে সোনার দাম সূচকে ০.৬৪% অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা বেড়েছিল। আর সূচকে ১.৮% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম বেড়েছিল ১,০৬০ টাকা। মোটের উপরে চলতি সপ্তাহে বেশ খানিকটা কমেছে সোনা ও রুপোর দাম। সারা সপ্তাহের হিসেব অনুযায়ী, সোনার দাম পড়েছে প্রতি ১০ গ্রামে প্রায় ২,০০০ টাকা এবং রুপোর দাম কমেছে প্রতি কেজিতে ৯,০০০ টাকা।

আরও পড়ুন : ফেলে দেওয়া কন্ডোম ধুয়ে, শুকিয়ে ফের বিক্রি! ধৃত মহিলা, বাজেয়াপ্ত ৩৬০ কেজি কন্ডোম

আন্তর্জাতিক বাজারে ডলারের দাম চড়ার কারণে সোনার বাজার নিম্নমুখী রয়েছে, তবে ক্ষতি সামলে দিয়েছে সম্ভাব্য মার্কিন অর্থনৈতিক সংস্কারের আশা।শুক্রবার স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৬৪.৪৭ ডলার। চলতি সপ্তাহের হিসেবে দাম পড়েছে ৪%। অন্য দিকে, সূচকে ১.১% পতনের ফলে রুপোর দাম প্রতি আউন্স যাচ্ছে ২২.৯৫ ডলার।

আন্তর্জাতিক বাজার এখনও চাঙ্গা না হলেও ডলারের মূল্যবৃদ্ধির ফলে নিরাপদ সম্পদ হিসেবে গণ্য সোনায় বিনিয়োগের হার কমেছে, বলছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্বজুড়ে কোভিড প্রকোপের দাপট থাকা সত্ত্বেও একাধিক দেশে নিযেধাজ্ঞা শিথিল হওয়ায় বাজার চাঙ্গা হওয়ার আশা করছেন লগ্নিকারীরা।

আরও পড়ুন : পাক অধিকৃত গিলগিট-বালটিস্তানে ফের ভোট করানোর সিদ্ধান্ত ইসলামাবাদের, আপত্তি জানাল নয়াদিল্লি

Exit mobile version