দেশে কমল সোনা ও রুপোর দাম,বাজারের চোখ মার্কিন নির্বাচনের দিকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় বাজারে পড়ল সোনা ও রুপোর দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০,৯৫৩ টাকা। আর এক কেজি রুপোর দাম কমে হয়েছে ৬১,৯৪২ টাকা। গত সেশনে অবশ্য সোনা ও রুপোর – উভয়েরই দাম বেড়েছিল।

বিশ্ব বাজারে অবশ্য সোনার দাম মোটামুটি অবিচল আছে। গত সেশনে হলুদ ধাতুর দাম একধাক্কায় প্রায় এক শতাংশ বেড়েছিল। তারপর এক আউন্স স্পট গোল্ডের দাম সামান্য পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে ১,৮৯২.৫১ ডলার। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের আগে কিছুটা সতর্ক আছেন লগ্নিকারীরা।

আরও পড়ুন : ৩৮-এ নেমে গেল কংগ্রেসের আসন, ক্রমশ রাজ্যসভার রাশ হাতে নিচ্ছে বিজেপি

অহেতুক কোনও ঝুঁকি নেওয়ার পথে হাঁটছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন মুদ্রার নিরিখে ডলার সূচক পড়েছে ০.১৪ শতাংশ। যা সোনার দামে সহায়তা করেছে।

বিষয়টি নিয়ে আনন্দ রথী শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্সের বিশেষজ্ঞ জিগর ত্রিবেদী জানান, আপাতত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে সকলের নজর আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে আবারও লকডাউনের পথে হেঁটেছে ফ্রান্স এবং ব্রিটেন।

একইসঙ্গে ফেডেরাল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) বৈঠকের দিকেও লগ্নিকারীদের নজর আছে। চলতি সপ্তাহে একাধিক এরকম গুরুত্বপূর্ণ ঘটনার সাহায্য পেতে পারে সোনা।

বিশেষজ্ঞদের বক্তব্য, নির্বাচনী লড়াইয়ে জো বাইডেন এগিয়ে থাকলেও ভোটের ফলাফল নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটের ফল দেরিতে প্রকাশ নিয়েও আশঙ্কা আছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest