Site icon The News Nest

কারা নিতে পারবেন করোনা ভ্যাকসিন, কারা নয়, নির্দেশিকা জারি করল কেন্দ্র

Covid Vaccines

Vials labelled "COVID-19 Coronavirus Vaccine" are placed on dry ice in this illustration taken, December 4, 2020. Picture taken December 4, 2020. REUTERS/Dado Ruvic/Illustration

দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে শনিবার। তার ঠিক আগে এই সংক্রান্ত বেশ কয়েকটি নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র।  কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে ফ্যাক্ট শিট ইতিমধ্যেই পাঠানো হয়েছে সব রাজ্যকে। তাতে বলা হয়েছে, কী কী করা যাবে, আর কী নয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের কমিটিতে কেন কৃষি আইনের সমর্থকরাই, সরব আন্দোলনরত কৃষকরা

শনিবার থেকে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। দেশের ৩ হাজার ৬টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এই পর্বে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দেশের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন।

আরও পড়ুন: ‘আইনশৃঙ্খলার রিপোর্ট ভাল নয়’ এগিয়ে আসতে পারে বাংলার ভোট, বার্তা জৈনের

Exit mobile version