বিদেশি পণ্য বাতিলের বার্তা দিচ্ছেন নমো অথচ চিনা TikTok অ্যাপে অ্যাকাউন্ট খোদ কেন্দ্রের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: #BoycottMadeInChina বা #BoycottChineseProduct এরকম কোনো ক্যাম্পেনে আপনি অংশগ্রহণ করেছিলেন কি? তাহলে এরপর আপনি যে কথা তা শুনবেন তাতে আপনার গালে মাছি বসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ওই চীনা এপ্লিকেশন টিকটকে রয়েছে খোদ ভারত সরকার বা বলা ভালো বর্তমান নরেন্দ্র মোদি সরকারের অ্যাকাউন্ট!

করোনার মারে বেহাল দশা অর্থনীতির। সীমান্তে চোখ রাঙাচ্ছে লাল চিন। এহেন পরিস্থিতিতে দেশকে ‘আত্মনির্ভর’ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সস্তার বিদেশি পণ্যের মোহ ত্যাগ করে দেশীয় সামগ্রী ব্যবহার করার আরজি জানিয়েছেন তিনি। কিন্তু পরিস্থিতি ঘোরাল করে চিনা অ্যাপ TikTok-এ ভারত সরকারের অফিসিয়াল অ্যাকাউন্টকে নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন নমো। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন চিন বিরোধী নীতি কি তবে স্রেফ জুমলা!

আরও পড়ুন: দুই শিফটে কাজ হবে সরকারি অফিসে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

TikTok-এ ভারত সরকারের অ্যাকাউন্টটি ফলো করছেন ৯ লক্ষেরও বেশি মানুষ। তবে ওই অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বেশিরভাগ ভিডিও যোগ ব্যায়াম কেন্দ্রিক বা করোনা সতর্কতা বিষয়ক প্রচারের। ওই অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে ফলো করা হয় না। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজে ছড়িয়ে দেওয়ার জন্যই ওই অ্যাপ ব্যবহার করা হয় বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। কিন্তু বিতর্ক থামছে না কিছুতেই। খোদ কেন্দ্র সরকার চিনা অ্যাপ ব্যবহার করছে, তাহলে দেশবাসীকে বিদেশি পণ্য ত্যাগ করার বার্তা দেওয়ার নৈতিক অধিকার কি প্রধানমন্ত্রীর আছে? উঠছে এমন প্রশ্নই। অনেকেই সরকারি অ্যাকাউন্টটি ডিলিট করার দাবিও তুলেছেন।

আরও পড়ুন: বুধবার থেকে চালু হল চন্দননগর-ফেয়ারলি ফেরি পরিষেবা, গায়ে গা ঘেঁষে অফিসমুখো যাত্রীরা

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest