Site icon The News Nest

Hajj 2020: করোনার কাঁটা, সম্ভবত বাতিল পবিত্র হজ যাত্রা, ভারতে টাকা ফেরত দেওয়ার পদ্ধতি শুরু

hajj

The News Nest: করোনা মহামারির কারণে এ বছর হজ পুরোপুরি বাতিল না করে অল্প কিছু হজযাত্রীকে অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। গত সোমবার সে দেশের হজসংশ্লিষ্ট একাধিক সূত্র  জানিয়েছে, হজ পালনের জন্য প্রত্যেক দেশের যে নির্ধারিত কোটা আছে তার ২০ শতাংশ এবার হজে যেতে পারবে। সে হিসেবে প্রতিবারের তুলনায় এবার হজের পরিসর হবে পাঁচ ভাগের এক ভাগ।

সৌদি আরবে কয়েক দিন ধরে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। একই সঙ্গে সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশিরভাগ দেশেই। এ প্রকোপ বৃদ্ধির ফলে এ বছরের আসন্ন হজ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সীমিতসংখ্যক মুসল্লিকে হজের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে।

আরব নিউজের প্রতিবেদনে জানা গিয়েছে, কর্তৃপক্ষ এবার কেবল ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজের অনুমতি দেওয়ার বিবেচনা করছে। তবে বয়স্ক ব্যক্তিরা এ সুযোগ পাবে না। সবাইকে বাড়তি স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ মনে করছে, কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিটি দেশের জন্য নির্ধারিত হজযাত্রীর ২০ শতাংশ পর্যাপ্ত অনুমতি দেওয়া সম্ভব হতে পারে। তবে তিনটি সূত্রই জানিয়েছে, সৌদির কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এবারের হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন। এ বিষয়ে সরকারি গণমাধ্যম কার্যালয় এবং হজ ও ওমরাহ মন্ত্রক কোনো মুখপাত্র মন্তব্য করেননি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বিয়ে করছেন এই শীর্ষ যুবনেতাকে

প্রতিবছর সারা বিশ্বের অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব যান। হজ ও বছরব্যাপী ওমরাহ থেকে সৌদি সরকারের বার্ষিক আয় হয় প্রায় এক হাজার ২০০ কোটি ডলার। এর আগে গত মার্চে এখনই হজের পরিকল্পনা না করে মুসল্লিদের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেয় সৌদি আরব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালন। চলতি বছর জুলাইয়ের শেষ নাগাদ হজের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। গত বছর প্রায় দুই কোটি মানুষ ওমরাহ পালন করেন এবং হজ করেন প্রায় ২৬ লাখ মানুষ।

শনিবার ভারতের হজ কমিটি অব ইন্ডিয়ার চিফ ইক্সিকিউটিভ অফিসার মাসুদ আহমেদ খা জানিয়েছেন, হজের প্রস্তুতিত জন্য হাতে আর মাত্র কয়েক সপ্তাহ আছে। এখনও পর্যন্ত সৌদি আরবের হজ কমিটির সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি । তাই হজ হবে না বলেই মনে করা হচ্ছে । রবিবার জম্মু ও কাশ্মীরের হজ কমিটি জানিয়েছেন, যারা হজ যাত্রা বাতিলের দাবি এখনও জানাননি, তাঁদেরও পুরো টাকা ফেরত দেওয়া হবে । তার জন্য তাঁরা যেন টাকা ফেরতের আবেদন জানান । হজযাত্রা বাতিল করেছে বিহার হজ কমিটিও।

হজ কমিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রত্যেক বছর ভারত থেকে কমপক্ষে ২ লক্ষ মানুষ সৌদি আরবে হজ যাত্রায় অংশ নেন । 

আরও পড়ুন: মুম্বই ছাপিয়ে গেল উহানকে, করোনা সংক্রমণে দেশে মোট আক্রান্ত ২.৭৬ লক্ষ

Exit mobile version