‘মেয়েদের দিতে হবে সুশিক্ষা,তবেই রোখা যাবে ধর্ষণ’,মন্তব্য বিজেপি বিধায়কের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ছোট থেকে সুশিক্ষায় বড় করতে হবে মেয়েদের। তাহলেই ধর্ষণের ঘটনা এড়ানো যাবে। হাথরসের ঘটনায় দেশজুড়ে যখন যোগী সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড়, তখন এমন মন্তব্য করলেন সেখানকার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।তিনি বলেন,ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বেড়ে চলার সঙ্গে শাসনব্যবস্থার কোনও যোগ নেই। বরং বাবা-মায়েরা মেয়েদের কী ভাবে বড় করছেন, সেটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘‘বিধায়ক হওয়ার পাশাপাশি আমি এক জন শিক্ষকও। এই ধরনের ঘটনা রুখতে হলে মেয়েদের ভাল শিক্ষা দিতে হবে। সুশাসন এবং ক্ষমতা প্রদর্শন করে এ সব রোখা যাবে না।’’

আরও পড়ুন : যোগীর রাজ্যে ফের উদ্ধার দলিত নাবালিকার ক্ষতবিক্ষত দেহ , ধর্ষণ হয়েছে, বলছে পরিবার

‘রামরাজ্যে’ ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। হাথরস-কাণ্ডের পরে গত কয়েক দিনে এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। কী ভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব, সুরেন্দ্রের কাছে তা জানতে চান এক সাংবাদিক। তাতেই এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করেছেন তিনি।

নাথুরাম গডসে সন্ত্রাসবাদী নয়, মহাত্মা গাঁধীকে মেরে সে ভুল করে ফেলেছে বলে গত বছর মন্তব্য করেছিলেন তিনি। তা নিয়ে কম বিতর্ক হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নিষ্ঠুর-মনের মানুষ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। আসলে সব দল এমন কিছু লোককে রাখে। বিজেপিতে অবশ্য এরকম লোক নিয়ে কেবল দল নয় মন্ত্রিসভাও বানায়। এরা দল ও সরকারের সংকটের সময় বিতর্কিত মন্তব্য করে মিডিয়ার দৃষ্টি ঘুরিয়ে দেয়। মিডিয়া এই ধরণের নেতাদের মন্তব্য নিয়ে প্রাইমটাইম করতে ব্যস্ত হয়ে পড়ে। দল বলে তারা এমন মন্তব্য অনুমোদন করে না। এটি ওই নেতার ব্যক্তিগত অভিমত। কাজ খতম। এই দায়িত্ব পালন করেন সুরেন্দ্র সিংরা।

আরও পড়ুন : ‘যোগী-মমতা একই লাইনে দাঁড়িয়ে’, রাজ্যে ধর্ষণের ঘটনার কথা তুলে আক্রমণ সেলিমের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest