করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এখনও সেই পরিষেবা কবে শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু এর মধ্যেই আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। তার জেরে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে এই দুই দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা শুরু হচ্ছে বলে জানালেন অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী।
সাংবাদিক সম্মেলনে হরদীপ সিং পুরী জানান, “যতদিন না আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হচ্ছে, ততদিন এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই বিভিন্ন দেশের মধ্যে বিমান পরিষেবা চালাতে হবে। তবে কতজন যাত্রী যাতায়াত করছে সেটা মাথায় রাখতে হবে। তবে সেইসঙ্গে বিভিন্ন দেশের যেসব স্বাস্থ্যবিধি রয়েছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে।” জার্মানি ও ব্রিটেনের সঙ্গেও চুক্তি স্বাক্ষরের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : করোনা আক্রান্ত কবি ভারভারা রাও! জেল থেকে অসুস্থ হয়ে হাসপাতালে
আমেরিকার বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে ১৮টি বিমান চালাবে। অন্যদিকে এয়ার ফ্রান্স জানিয়েছে ১ অগস্টের মধ্যে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্যারিসের মধ্যে ২৮টি বিমান চলাচল করবে। জানা গিয়েছে, দিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে প্রতিদিন একটা এবং দিল্লি ও সান ফ্রান্সিসকোর মধ্যে সপ্তাহে তিনটি বিমান চলবে।
অসামরিক বিমান মন্ত্রী জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে অনেকটাই কাথাবার্তা এগিয়েছে ভারতের। লন্ডনের সঙ্গে যাতে দিনে দুটি বিমান অন্তত চালানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, জার্মানির কাছ থেকেও অনুরোধ এসেছে। বিমানসংস্থা লুফথান্সার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, অনেক দেশ থেকেই ভারতের কাছে অনুরোধ আসছে। তবে সেই দেশের সঙ্গেই চুক্তি করা হবে, যেখানে আর্থিক লাভের সঙ্গে যাত্রীসুরক্ষার বন্দোবস্ত পাকা করা সম্ভব হবে। ভারতের তরফে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : কর ছাড়ে ‘না’, মহামারী আবহে হ্যান্ড স্যানিটাইজারের উপরে ১৮% জিএসটি চাপল কেন্দ্র