আজ থেকে বদলে যাচ্ছে রেলের রিজার্ভেশনের নিয়ম, যাত্রার পাঁচ মিনিট আগেও টিকিট কাটতে পারবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড সংক্রমণের কারণে রিজার্ভেশন পদ্ধতিতে বেশ কিছু বদল এনেছিল ভারতীয় রেল। কিন্তু আনলকের পঞ্চম পর্বে, আজ শনিবার থেকে রিজার্ভেশন সংক্রান্ত পুরনো নিয়মই বলবৎ করছে রেল। সেই সঙ্গে নিউ নর্মালে নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল।  আজ থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত বাতিল করা যাবে ট্রেনের টিকিট। স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও একই নিয়ম খাটবে। ফলে অনেকটাই সুবিধে হবে রেল যাত্রীদের।

এখনও আগের টাইম টেবিল অনুযায়ী ট্রেন না চালালেও ধাপে ধাপে নানান বিধিনিষেধ শিথিল করছে ভারতীয় রেল।

১০ অক্টোবর থেকে যে বদল হচ্ছে রিজার্ভেশন পলিসিতে-

১. স্টেশন থেকে ট্রেন ছাড়ার তিরিশ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট তৈরি করা হবে। কোভিডের পরবর্তী সময় দুই ঘণ্টা আগে এই লিস্ট বানানো হচ্ছিল।

২. দ্বিতীয় রিজার্ভেশন লিস্ট তৈরি করা অবধি টিকিট কাটা যাবে। ট্রেন ছাড়ার ৩০ মিনিট থেকে পাঁচ মিনিট আগে অবধি লিস্ট তৈরি হয়। সেই সময় টিকিট কাটা যাবে।

আরও পড়ুন: করোনার কোপে জিডিপি কমবে ৯.৫ শতাংশ, পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্কের

৩. ট্রেন ছাড়ার আগে চার ঘণ্টা আগে প্রথম চার্ট লাগানো হবে। তখন যদি কিছু আসন খালি থাকে, সেটি কাউন্টার থেকে বা অনলাইনে কাটা যাবে।

৪. এই সময় টিকিট কাটাও যাবে, নিয়ম অনুযায়ী রিফান্ডও মিলবে।

যতদিন যাচ্ছে ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারতীয় রেল। করোনার তেজও কিছুটা স্তিমিত, যেই কারণে উৎসবের মরশুমে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন অতিরিক্ত দুশোটি ট্রেন চালানো হবে। এছাড়াও যতগুলি প্রয়োজন ক্লোন ট্রেন চালানো হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: পুড়িয়ে মারা হল মন্দিরের পুরোহিতকে, উত্তেজনা এলাকায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest