১২ মে থেকে ফের পরিষেবা শুরু করছে রেল, সোমবার থেকে শুরু আসন সংরক্ষণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই ট্রেন চালুর সিদ্ধান্ত রেলের। আগামী মঙ্গলবার, ১২ মে থেকে শুরু হতে চলেছে যাত্রিবাহী ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে ১৫ জোড়া ট্রেন চালানো হবে। রবিবার সন্ধ্যায় ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

আগামী ১২ মে থেকে ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। প্রথম দফায় চালু করা হচ্ছে ৩০টি রিটার্ন জার্নি-সহ ১৫ জোড়া ট্রেন। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনগুলি বিশেষ ট্রেন হিসেবে নয়াদিল্লি স্টেশন এবং ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ ও জম্মু তাওয়াই স্টেশনের মধ্যে চলাচল করবে। 

আরও পড়ুন: আর মুসুর ডাল পাবে না রাজ্য, জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্থা নাফেড

আগামিকাল বিকেল ৪টে থেকে এই ট্রেনগুলিতে আসন সংরক্ষণ প্রক্রিয়া চালু করা হবে। শুধুমাত্র IRCTC ওয়েবসাইটের মাধ্যমেই আসন সংরক্ষণ করা যাবে। রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ থাকছে। এই কারণে পাওয়া যাবে না প্ল্যাটফর্ম টিকিটও। স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে শুধুমাত্র বৈধ টিকিটধারীদেরই। করোনা সংক্রমণ রোধে প্রত্যেক যাত্রীকে মাস্ক অথবা বিকল্প মুখঢাকা আচ্ছাদন ব্যবহার করতে হবে এবং ট্রেন ছাড়ার আগে স্ক্রিনিং পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র যে সমস্ত যাত্রীর মদ্যে করোনা উপসর্গ নেই, তাঁদেরই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে। 

উল্লেখ্য, ইতিমধ্যে ২০,০০০ রেলকামরা Covid-19 পরিষেবা কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়েছে। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিজরাজ্যে ফেরাতে প্রতিদিন ৩০০টি ট্রেন শ্রমিক স্পেশ্যাল হিসেবে চলাচল করছে। এর জেরে ভবিষ্যতে নতুন রুটে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে গেলে কামরার জোগান এবং অন্যান্য বিষয় বিবেচনা করে দেখে সিদ্ধান্ত নিতে হবে রেল মন্ত্রককে।

আরও পড়ুন: মিলেছে কেন্দ্রের ছাড়পত্র, লকডাউনেই খুলছে CBSE-র ৩০০০ স্কুল!

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest