রাতের পার্কে অশরীরীর ব্যায়াম! তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: ভূতে বিশ্বাস করেন? অসুবিধা নেই৷ বহু মানুষই করেন না বিশ্বাস৷ কিন্তু পৃথিবীতে কিছু ঘটনা ঘটে, যার যুক্তি খুঁজে পাওয়া যায় না৷ বিজ্ঞানেও মেলে না উত্তর৷ তেমনই একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের রাঁচিতে৷

অন্ধকার পার্কের খোলা জিমে কোনও মানুষের দেখা নেই, তবু অদৃশ্য কোনও শক্তি ব্যায়াম করে চলেছে। সেই অশরীরীর নড়চড়ায় কাজ করে চলেছে জিমের যন্ত্রপাতি। উত্তরক প্রদেশের ঝাঁসি শহরের অবাক করা এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। অনেকেই এর পিছনে ভৌতিক উপস্থিতি রয়েছে বলে প্রচারও শুরু করেছিলেন। কিন্তু উত্তেজনার পারদ চড়তেই তাতে জল ঢালল ঝাঁসি পুলিশ। 

রাতে অনুসন্ধান চালিয়ে ভৌতিক কাণ্ডের পিছনে দুষ্কৃতীদের ফন্দি ধরে ফেলেছেন গোয়েন্দারা। আর তার পরে সেই সোশ্যাল মিডিয়াতে পুলিশ ঘোষণা করেছে, ‘ভূত-টূত সব গুজব’।

আরও পড়ুন: হোয়্যাটসঅ্যাপে যোগীর বাড়ি উড়িয়ে দেবার হুমকি , তঠস্থ পুলিশ, নামানো হয়েছে স্নিফার ডগ

সোশ্যাল মিডিয়ার প্রচার দেখে রাতে ওই পার্কে হানা দিয়েছিলেন গোয়েন্দারা। সরেজমিনে তদন্তের পরে জানা গিয়েছে, ব্যায়ামের সুইংয়ে অতিরিক্ত পরিমাণে গ্রিজ মাখানোর ফলে একবার তাকে নাড়িয়ে দিলে বেশ কয়েক সেকেন্ড নিজে থেকেই ওঠানামা করে। সেই সময় কেউ ভিডিয়ো তুললে দর্শকের মনে বিশ্বাস তৈরি হতে বাধ্য যে, কোনও সাহায্য ছাড়াই কাজ করছে জিমের যন্ত্র।

গোয়েন্দারা সেই কৌশল ধরে ফেলার পরে তার ভিডিয়োও রেকর্ড করেছেন। এবার দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে, ভূতের গুজব ছড়িয়ে জিম বন্ধ করে দিতে পারলে কার বা কাদের লাভ হতে পারে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ঝাঁসি পুলিশের শীর্ষকর্তা রাহুল শ্রীবাস্তব প্রশ্ন তুলেছিলেন, ‘ফিটনেসপ্রেমী ভূত? দুষ্কৃতীদের কোনও ভূতুড়ে লকআপে শিগগিরই জায়গা হবে। #NoHostForGhost।’ 

আরও পড়ুন: কর্নাটক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় দেবগৌড়া ও খাড়গে

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest