ভয়াবহ ধসের কবলে অরুণাচল, চারিদিকে শুধুই হাহাকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তাং মার্গ: প্রকৃতির রোষের মুখে পড়ল অরুণাচল । শেষ কয়েকদিনের বৃষ্টিতে ধস নেমে অরুণাচলের একাধিক জেলার একাধিক রাস্তায় । ফলে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন । এমনকি অতি বৃষ্টিতে জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বহু নিচু এলাকায় ।

পশ্চিম সিয়াং জেলার দিরাং সার্কেলের তেম্বাং এবং সিয়াংয়ের বোলেং জেলার দুটি বাড়ি বৃষ্টিতে সম্পূর্ণ ধসে পড়েছে । পাক্কা কেসাং জেলার পাসা প্রাইমারি স্কুল জলের তলায় ।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধিকর্তা আবু তায়েং বলেন, “দিন কয়েক ধরে  অরুণাচলের বিভিন্ন এলাকায় অঝোরে বৃষ্টি হচ্ছে । তার জেরে একাধিক জেলায় ধস নেমেছে । ফলে বন্ধ যোগাযোগ ব্যবস্থা । পশ্চিম কামেং জেলার ভালুকপং থেকে পূর্ব কেমাংয়ের সেপ্পা যাওয়ার রাস্তায় একাধিক ধস নেমে রাস্তা বন্ধ । ধসের জেরে লাইন দিয়ে কাপসির  কাছে দাঁড়িয়ে পড়েছে বহু গাড়ি । আটকে অ্যাম্বুলেন্সও । এদিকে, বোলেং-পানজিন রোডে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে সিয়াং জেলার রাস্তা ।  যদিও প্রশাসনের তরফে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের উদ্ধারকার্যে নামান হয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন তাঁরা ।

অরুণাচলের রাজধানীর অবস্থাও অত্যন্ত শোচনীয় । ধস নেমে তাদের তাং মার্গ, নীতি বিহাবের জলের পাইপলাইন নষ্ট হয়ে গিয়েছে । ফলে রবিবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ । ফলে জল সংকটে এলাকার বাসিন্দারা । তবে রাজ্যে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি অতিবৃষ্টি বা ধসের জেরে । রাজ্যের সর্বাধিক ক্ষতি হয়েছে  লোয়ার সুবনসিরি জেলার । এলাকায় বিঘার পড় বিঘার ধানী জমি জলের তলায় চলে গিয়েছে । ফলে নষ্ট হয়ে গিয়েছে ধান ।  ক্ষতি হয়েছে মাছ চাষে । মাছের চারা ভেসে চলে গিয়েছে জলের তোড়ে ।

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest