Site icon The News Nest

ভয়াবহ ধসের কবলে অরুণাচল, চারিদিকে শুধুই হাহাকার

1600x960 128827

তাং মার্গ: প্রকৃতির রোষের মুখে পড়ল অরুণাচল । শেষ কয়েকদিনের বৃষ্টিতে ধস নেমে অরুণাচলের একাধিক জেলার একাধিক রাস্তায় । ফলে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন । এমনকি অতি বৃষ্টিতে জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বহু নিচু এলাকায় ।

পশ্চিম সিয়াং জেলার দিরাং সার্কেলের তেম্বাং এবং সিয়াংয়ের বোলেং জেলার দুটি বাড়ি বৃষ্টিতে সম্পূর্ণ ধসে পড়েছে । পাক্কা কেসাং জেলার পাসা প্রাইমারি স্কুল জলের তলায় ।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধিকর্তা আবু তায়েং বলেন, “দিন কয়েক ধরে  অরুণাচলের বিভিন্ন এলাকায় অঝোরে বৃষ্টি হচ্ছে । তার জেরে একাধিক জেলায় ধস নেমেছে । ফলে বন্ধ যোগাযোগ ব্যবস্থা । পশ্চিম কামেং জেলার ভালুকপং থেকে পূর্ব কেমাংয়ের সেপ্পা যাওয়ার রাস্তায় একাধিক ধস নেমে রাস্তা বন্ধ । ধসের জেরে লাইন দিয়ে কাপসির  কাছে দাঁড়িয়ে পড়েছে বহু গাড়ি । আটকে অ্যাম্বুলেন্সও । এদিকে, বোলেং-পানজিন রোডে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে সিয়াং জেলার রাস্তা ।  যদিও প্রশাসনের তরফে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের উদ্ধারকার্যে নামান হয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন তাঁরা ।

অরুণাচলের রাজধানীর অবস্থাও অত্যন্ত শোচনীয় । ধস নেমে তাদের তাং মার্গ, নীতি বিহাবের জলের পাইপলাইন নষ্ট হয়ে গিয়েছে । ফলে রবিবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ । ফলে জল সংকটে এলাকার বাসিন্দারা । তবে রাজ্যে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি অতিবৃষ্টি বা ধসের জেরে । রাজ্যের সর্বাধিক ক্ষতি হয়েছে  লোয়ার সুবনসিরি জেলার । এলাকায় বিঘার পড় বিঘার ধানী জমি জলের তলায় চলে গিয়েছে । ফলে নষ্ট হয়ে গিয়েছে ধান ।  ক্ষতি হয়েছে মাছ চাষে । মাছের চারা ভেসে চলে গিয়েছে জলের তোড়ে ।

Exit mobile version