‘মানবতা রক্ষায় দায়বদ্ধ দেশ’,বুদ্ধপূর্ণিমায় করোনা-বার্তা মোদীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস মোকাবিলা করতে গৌতম বুদ্ধের দেখানো পথ অনুসরণ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত একটি ইভেন্টে তিনি বলেন, ‘বুদ্ধ আমাদের সংকটের পরিস্থিতি মোকাবিলা করতে শিখিয়েছেন। এই পরিস্থিতিতে সেই পথেই সবার চলা উচিত।’

বৃহস্পতিবার নমো বলেন, ‘ক্রমাগত প্রচেষ্টার দ্বারা কীভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে উঠতে হয়, তা আমাদের শিখিয়েছেন বুদ্ধ। কোনওভাবেই হাল না-ছাড়ার কথা শিখিয়েছেন তিনি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় তাঁর সেই শিক্ষা আমাদের মাথায় রাখা উচিত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশবাসীকে বাঁচাতে সবরকম চেষ্টা চালানোর পাশাপাশি ভারত বিশ্বের দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছে। মাববতার রক্ষায় বুদ্ধের ভাবনাচিন্তা নিয়েই এগোয় ভারত। কোনও সমস্যার সমাঝানের চেষ্টায় ক্লান্ত হয়ে তা বন্ধ করে দিলে চলবে না। করোনাভাইরাসকে পরাজিত করতে আমাদের একজোট হয়ে লড়তে হবে।’

আরও পড়ুন: বিশাখাপত্তনমের কারখানায় বিষাক্ত গ্যাস লিক, শিশু-সহ মৃত আট, অসুস্থ অন্তত ১০০০, দেখুন ভয়ানক সব ভিডিও

মোদী মনে করিয়ে দেন, ‘বিশ্বের সব দেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে ভারত। সেটাই আমরা করে যাব। এখন সবরকম ভেদাভেদ ভুলে সংকটের সময়ে একজোট হয়ে কাজ করছে গোটা দেশ।’

করোনায় মৃত এবং করোনাযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের তরফে বৃহস্পতিবার এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের বুদ্ধ সংঘের সংঘরাজরা এতে অংশ নেন। নেপালের লুম্বিনী, বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, সারনাথের মূলগন্ধ কুটি বিহার, কুশিনগরের পরিনির্বাণ স্তূপ-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় বৌদ্ধ দর্শনীয় স্থানে এদিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেগুলির লাইভ স্ট্রিমিংয়ের আয়োজন করা হয়েছে।

বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্মোৎসব পালন করা হয়। বৌদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বৌদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বৈশাখি পূর্ণিমার দিন তাঁর জন্ম, বোধিলাভ ও প্রয়াণ হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।

আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনা কাণ্ডে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest