রাজনৈতিক দ্বৈরথ ভুলে শাহের আরোগ্য কামনা মমতা-কেজরিওয়াল, রাহুলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিকেলে একটি টুইটবার্তায় নিজেই সে কথা জানিয়েছেন।

অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর সেই দ্বন্দ্ব ভুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রবিবার শাহের করোনা পজিটিভ হওয়ার খবর জানাজানি হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে একটি টুইটবার্তায় মমতা বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির করোনা পজিটিভ হওয়ার খবর শুনলাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি এবং তাঁর পরিবারের সঙ্গে প্রার্থনা করছি।’

আরও পড়ুন : বাড়ি ফিরছেন ফুয়াদ হালিম, গরিবের চিকিৎসায় সঙ্কল্পবদ্ধ চিকিৎসক জানালেন, ‘৫০ টাকায় ডায়ালিসিস চলবে’

 

 

শাহ নিজেই জানান,, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’

রাজনৈতিক বাগযুদ্ধে হামেশাই জড়ালেও শাহের সুস্থতা কামনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং অভিষেক মনু সিঙ্ঘভি। যিনি খোদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংক্ষিপ্ত টুইটবার্তায় রাহুল বলেন, ‘অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করছি।’

শাহের আরোগ্য কামনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ একাধিক সতীর্থ এবং বিরোধী নেতানেত্রীরা। আরোগ্য কামনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। টুইটারে তিনি বলেন, ‘করোনা রিপোর্ট পজিটিভ আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে ভরতি হওয়ার খবরে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করছি।’

একটি টুইটবার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘অমিতজি, আপনার অধ্যবসায় এবং ইচ্ছাশক্তি প্রতিটি চ্যালেঞ্জের মুখে একটি উদাহরণ। আমার বিশ্বাস, আপনি করোনাভাইরাসের মতো বড় চ্যালেঞ্জের বিরুদ্ধেও অবশ্যই জয়ী হবেন। আপনার দ্রুত সুস্থতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি।’

আরও পড়ুন : অগস্টে মোট ১৭ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা, জেনে নিন কবে কবে…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest