পেটে যন্ত্রণা! অস্ত্রোপচারের পর রোগীর মূত্রথলিতে মিলল চার্জারের কেবল!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গুয়াহাটি: পেটে প্রবল ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন ৷ ঠিক কী হয়েছে, কিছুই পরিষ্কার করে বলতে পারছিলেন না রোগী ৷ অস্ত্রোপচারের পর পেটের ভিতর থেকে যা বেরলো তাতে সবারই চক্ষু চড়কগাছ ! মোবাইল ফোনের চার্জার কেবল উদ্ধার হল রোগীর ইউরিনারি ব্লাডার থেকে ৷

মোবাইল চার্জারের ২ ফুট লম্বা কেবল যে পেটের ভিতর রয়েছে, ডাক্তারদের সেটা জানাননি রোগী ৷ কিন্তু অপারেশন থিয়েটারেই সব স্পষ্ট হয়ে যায় ৷ ৩০ বছরের ওই রোগীর  penile urethra-তে পাওয়া যায় ওই মোবাইল চার্জারের বিশাল কেবল ৷ অপারেশন টেবলে এক্স-রে করেই জানা যায় রোগীর ইউরিনারি ব্লাডারে কী রয়েছে ৷

আরও পড়ুন: Chandra Grahan 2020: জানেন কি কেন আজ রাতের চাঁদ ‘স্ট্রবেরি মুন’?

ডাক্তাররা জানান, ‘‘ রোগী আমাদের কাছে এসে প্রথমে জানান, একটা হেডফোনের কেবল তিনি ভুল করে গিলে ফেলেছেন ৷ ফলে খুব যন্ত্রণাও হচ্ছে তাঁর ৷ কিন্তু স্টুল এবং এন্ডোস্কপিতেও ধরা পড়েনি কোনও কেবল ৷ এরপর এক্স রে-তে ধরা পড়ে কেবলটি আটকে রয়েছে রোগীর ইউরিনারি ব্লাডারে ৷ এরপরই অস্ত্রোপচার করে কেবলটি সরিয়ে ফেলা সম্ভব হয় ৷’’ ডাক্তার আরও জানান, ‘‘মুখ দিয়ে নয় ৷ আসলে পুরুষাঙ্গের মধ্যে দিয়েই শরীরের ভিতর মোবাইল চার্জারের ওই কেবল যুবক ঢুকিয়েছিলেন ৷ গত ২৫ বছর ধরে অস্ত্রোপচার করলেও এমন অভিজ্ঞতা আগে হয়নি কখনও ৷ ’’

c1

চিকিৎসকের মতে, এটি এক ধরণের হস্তমৈথুন করার পদ্ধতি ৷ ইউরেথরার মাধ্যমে কোনও জিনিস ভিতরে ঢোকানো হয় ৷ হাসপাতালে এসে প্রথম দিন থেকেই মিথ্যা কথা বলে গিয়েছেন ওই রোগী ৷ বলেছেন উনি নাকি মুখ দিয়ে গিলে ফেলেছেন চার্জার কেবলটি ৷ কিন্তু পরীক্ষা এবং অস্ত্রোপচারের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হয় ৷

c2

আরও পড়ুন: ছয় সপ্তাহের মধ্যে ষষ্ঠ মেগা ডিল !এ বার জিয়োর শেয়ার কিনছে আবু ধাবির মুবাদালাও

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest