দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া করোনা পজিটিভ, গেলেন আইসোলেশনে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জ্বর বলে এদিন দিল্লি বিধানসভার এক দিনের অধিবেশনে আসেননি মণীশ সিসোদিয়া। তখন থেকেই ছড়িয়েছিল আশঙ্কা। তাহলে কি করোনার কবলে দিল্লির উপ মুখ্যমন্ত্রী। আশঙ্কা সত্যি করে নিজেই টুইট করলেন আপ নেতা যে তাঁর করোনা পজিটিভ।

আপাতত তেমন খুব গুরুতর উপসর্গ না থাকায় বাড়িতেই আছেন এই ৪৮ বছরের রাজনীতিবিদ। টুইটারে তিনি বলেন যে জ্বর জ্বর লাগায় করোনা পরীক্ষা করাই। সেই রিপোর্ট পজিটিভ আসায় তিনি আইসোলেশনে চলে যান। তবে আপাতত তাঁর শরীরে কোনও উপসর্গ নেই বলে জানান সিসোদিয়া।

আরও পড়ুন: পুলিশ রাজ! ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি ও গ্রেফতার করতে বিশেষ পুলিশ বাহিনী গঠন যোগীর

ট্যুইটে হিন্দিতে তিনি লেখেন, ‘এই মুহূর্তে আমার কোনও জ্বর নেই। অন্য কোনও শারীরিক সমস্যাও হচ্ছে না। একেবারে ঠিক আছি। আপনাদের আশীর্বাদে দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরব।’

এদিন দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর কারণে এই নিয়ে দ্বিতীয় বার বিশেষ একদিনের অধিবেশন বসল। এর আগে গত ২৩ মার্চ দিল্লি বিধানসভার একদিনের বাজেট অধিবেশন বসেছিল। রবিবার দিল্লিতে ৪৪,৮৮৪ নমুনার কোভিড টেস্ট হয়েছে। এর মধ্যে ৩,৩২৯টি পজিটিভ কেস ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৬ জনের। পাশাপাশি ৩,৩৭৪ জন করোনা থেকে সুস্থও হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বাদল অধিবেশনের প্রথম দিনই উৎকণ্ঠা, করোনায় আক্রান্ত 17 জন সাংসদ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest