Site icon The News Nest

মন্দিরের ধ্বংসস্তূপে হতে পারে মসজিদ, উস্কানির চেষ্টা ‘মোদি সমর্থক’ ইমামের !

sajid

হয়ত মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই মসজিদ গড়া হবে, দাবি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির।মসজিদ চিরদিন মসজিদই থাকবে। হয়ত মসজিদ গড়তে এবার মন্দিরও ধ্বংস হতে পারে। রাম মন্দির ভূমি পুজোর পরের দিনই এমন বিস্ফোরক মন্তব্য করলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন-এর সভাপতি সাজিদ রশিদি।

আরও পড়ুন : ১৫ বছর আগের বন্যার স্মৃতি ফিরল মুম্বইয়ে, লণ্ডভণ্ড শহর

বৃহস্পতিবার তিনি বলেন, ‘মসজিদ সর্বদা মসজিদই হয়। তাকে ভেঙে আর কিছু বানানো যায় না। আমরা বিশ্বাস করি ওখানে চিরকালই মসজিদ ছিল ও আছে। মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হয়নি, কিন্তু এখন হয়ত মন্দির ধ্বংস করেই মসজিদ গড়া হবে।’

এই ধরনের ইমামদেরই আজকাল প্রায় টিভির পর্দায় দেখা যায়। সঞ্চালক তাদের ডেকে অপমান করেন। অনেকে বলেন সেসব নাকি গটআপ। প্রজাতন্ত্রের নাম করে যে চ্যানেলে চলে সেখানে হামেশাই এমন ইমামদের দেখা যায়। মোদির সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছিলেন এই ইমাম। ২০১৫ তে দিল্লি ভোট বিজেপি ভোট দেবার লক্ষে গলা ফাটিয়েছিলেন। এখন সব কিছু হয়ে যাবার পর উনি বলছেন হয়ত মন্দিরের ধংসস্তুপে মসজিদ।

আরও পড়ুন : ভারতীয় ভূখণ্ডে চিনা ফৌজ ঢুকেছিল, এই প্রথম স্বীকার করল মোদী সরকার

 

Exit mobile version