নয়াদিল্লি: লকডাউনের মধ্যে পুরো মাইনে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। আদালতেও চ্যালেঞ্জ হয়েছিল এই সিদ্ধান্ত। এবার অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক।
করোনা আবহে যতবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এযাবৎকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে সামনে এসেছেন ততবার একটা কথা তাঁকে একাধিকবার বলতে শোনা গিয়েছে। সেটি হল করোনা আবহে যে লকডাউন চলছে তার জেরে সংস্থার ক্ষতি হলেও যেন কর্মচারীদের বেতন কাটা না হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছিল বেসরকারি সংস্থাগুলির উপর।
আরও পড়ুন: ‘পাশে আছি’, আমফান আতঙ্কের মধ্যেই মমতাকে ফোনে আশ্বাস অমিত শাহর
কিন্তু সেই নির্দেশাবলীর উপর বেশি দিন স্থির থাকা গেল না। কেন্দ্র নিজেই পিছিয়ে এল। কর্মীদের পুরো বেতন দেওয়ার জন্য দেশের বেসরকারি সংস্থাগুলিকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। ফলে এখন থেকে মালিকপক্ষ যদি কর্মীদের পুরো বেতন দিতে না চান তাহলে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেওয়া হবে না। এর ফলে কার্যত মাথায় হাত মধ্যবিত্ত বেসরকারি চাকুরেদের।
প্রসঙ্গত করোনা আবহে দেশে লকডাউন শুরু হওয়ার একদম প্রথমের দিকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয় যে বেসরকারি সংস্থাগুলোর কর্মচারীদের এই মুহূর্তে কোনও বেতন কাটা চলবে না। কিন্তু গত শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের এই নির্দেশে স্থগিতাদেশ দেয় এবং জানায় যে সংস্থার মালিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই নির্দেশিকা তুলে নেওয়ার পথেই হাঁটতে হল।
আরও পড়ুন: করোনার জের, বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞার সুপারিশ কুম্বলে-কমিটির