লকডাউনের সিঁদুরে মেঘ! পরিযায়ীদের ভিড় উপচে পড়ছে ট্রেনে-বাসে

বাড়ি ফেরার তাগিদে ভিড় দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রেলস্টেশনে৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের চিন্তা বাড়াচ্ছে করোনা৷ সংক্রামিত রোগীর সংখ্যা  দিন দিন বাড়ছে ৷ মহারাষ্ট্র, দিল্লি, কেরল সহ বেশ কয়েকটি রাজ্য়ের পরিস্থিতি উদ্বেগজনক ৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই নাইট কার্ফু জারি হলেও সম্পূর্ণ লকডাউনের রাস্তায় কোনও রাজ্যই এখনও হাঁটেনি৷ তবুও আতঙ্ক গ্রাস করেছে ভিন রাজ্যের শ্রমিকদের ৷ এক বছর আগের চেনা ছবি ফিরে আসছে মনে ৷ বাড়ি ফিরতে ভিড় বাড়ছে ট্রেন, বাস, বিমানে ৷ করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মহারাষ্ট্রে জারি হয়েছে ১৪৪ ধারা ৷ বুধবার রাত আটটা থেকে গোটা রাজ্যে লাগু হবে ১৪৪ ধারা ৷ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ যদিও এটিকে লকডাউন বলতে রাজি নন তিনি ৷ এই পর্বে হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে ৷ শুধুমাত্র অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত বাস এবং লোকাল ট্রেন চলবে ৷ খোলা থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷

এতেই আরও আতঙ্ক বাড়ছে ভিন রাজ্যের শ্রমিকদের৷ তাঁদের মধ্যে অনেকে জানিয়েছেন, লকডাউন হলে গতবছরের মতো পরিস্থিতি ফের তৈরি হতে পারে ৷ কাজ হারাতে পারেন তাঁরা ৷ নিজেদের খাবার জোগানো অসম্ভব হয়ে পড়বে ৷ তাই সিঁদুরে মেঘ দেখে বাড়ি ফিরতে মরিয়া তাঁরা৷ এঁদের মধ্যে কেউ কেউ কাজের তাগিদে পরিবারকে সঙ্গে নিয়েই ভিনরাজ্যে বাস করেন দীর্ঘকাল। কাজ না থাকলে সন্তানদের কী খাওয়াবেন সেই আতঙ্কে ভুগছেন তাঁরাও৷

বাড়ি ফেরার তাগিদে ভিড় দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রেলস্টেশনে৷ এবিষয়ে পরিয়ায়ী শ্রমিকদের অনেকে বলেছেন, গতবছর বহু পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে, সাইকেলে করে বাড়ি ফিরেছেন ৷ এবার যাতে সেরকম পরিস্থিতির মধ্যে তাঁদের না পড়তে হয় সেকারণে এখন থেকেই ট্রেনে ফিরছেন তাঁরা।

আরও পড়ুন: শিকেয় কোভিড বিধি! পুণ্য অর্জনে কুম্ভে চলছে শাহি-স্নান

রেলের এক আধিকারিক এবিষয়ে জানিয়েছেন, অন্যবার গ্রীষ্মের সময় বাড়ি ফেরার জন্য ট্রেনে ভিড় থাকে৷ কারণ এইসময় চাষ করতে বাড়ি ফেরেন ভিনরাজ্য়ের শ্রমিকরা৷ কিন্তু এবার ভিড় একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে ৷ চাষ না থাকলেও অনেকে লকডাউনের আতঙ্কে বাড়ি ফিরতে চাইছেন৷ দেশব্যাপী লকডাউন হবে না বলেই গত সপ্তাহে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই এখনও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি৷ তবে বিশেষজ্ঞদের মতে, লকডাউন আতঙ্ক তৈরি হচ্ছে ভিন রাজ্যে থাকা শ্রমিকদের মধ্যে৷ গতবছর যে পরিস্থিতি হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় তাই বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকরা ৷

অন্যদিকে যাত্রী সংখ্যা বৃদ্ধির পর থেকে ট্রেনের সংখ্যাও বাড়িয়েছে ভারতীয় রেল। পশ্চিম ভারত থেকে উত্তর ভারত জুড়ে ৪৫টি বিশেষ ট্রেনে ৮০ হাজার যাত্রী ভ্রমণ করতে পারেন বলে জানা গিয়েছে। তবে এই পরিস্থিতিতে ট্রেন যাত্রার জেরেই করোনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ! সংক্রমিত অখিলেশও

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest