লখনউ: শনিবার ফের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার শিকার হলেন ২৩ জন পরিযায়ী শ্রমিক।
শনিবার ভোর রাতে লখনউ থেকে ২০০ কিমি দূরে আউরাইয়া জেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের তরফে জানা গিয়েছে রাজস্থান থেকে একদল পরিযায়ী শ্রমিক ট্রাকে করে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ফিরছিলেন।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা নিয়ে অরাইয়ার জেলাশাসক অভিষেক সিংহ বলেছেন, ‘‘আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ২৩ জনের মৃত্যুর পাশাপাশি ১৫-২০ জন আহত হয়েছেন। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।’’
আরও পড়ুন: IPL বাতিল হলে কি বিরাটদের বেতন কাটা হবে? জেনে নিন কী ইঙ্গিত দিলেন সৌরভ
21 labourers dead and several injured after the truck they were travelling in, collided with another truck in Auraiya. The injured have been shifted to hospital. They were coming from Rajasthan. pic.twitter.com/8l0QcH93Su
— ANI UP (@ANINewsUP) May 16, 2020
বিষয়টি নজরে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব (হোম) অবনীশ অবস্তি বলেছেন, ‘‘অরাইয়ার এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রমিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেছেন। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। কানপুরের আইজিকে ঘটনা পরিদর্শন করে রিপোর্টও দিতে বলেছেন।’’
বুধবার রাতে ভিন্ন দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জন পরিযায়ী শ্রমিকের। পঞ্জাব থেকে হেঁটে বিহার ফেরার সময় উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায় সরকারি বাস পিষে দেয় ছ’জন শ্রমিককে। মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ী শ্রমিক বোঝাই লরি মধ্যপ্রদেশের গুনার কাছে ধাক্কা মারে একটি বাসে। সেই ঘটনায় আট জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন ৫৪ জন শ্রমিক। তার আগে মহারাষ্ট্রের অওরাঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন ২০ জন পরিযায়ী শ্রমিকের একটি দল। সে সময় একটি মালগাড়ি চলে যায় ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে। সেই ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: নওয়াজ উদ্দিনকে খুঁজছে মুম্বই পুলিশ ! দেখে নিন ‘ঘুমকেতু’র TEASER