Site icon The News Nest

বাঁদরামি! করোনা পরীক্ষার স্যাম্পেল চুরি করল বাঁদর, চিবিয়ে খেল সার্জিক্যাল গ্লাভস

Monkey

মেরঠ: করোনা আতঙ্কে যখন সকলে ভয়ে কাঁটা, তখন পরীক্ষার স্যাম্পেল ছিনতাই করল একদল বাঁদর। শুধু ছিনতাই নয়, স্যাম্পেল চিবিয়ে একেবারে নষ্ট করে দিয়েছে তারা। উত্তরপ্রদেশের মীরাট মেডিক্যাল কলেজের চত্বরের ঘটনা নিয়ে তোলপাড়। বাঁদরদের বাঁদরামিতে করোনা সংক্রমণের আশঙ্কা যে আরও বাড়ছে, তা বলাই যায়।

বাঁদরের উৎপাতে নাজেহাল মেরঠ মেডিক্যাল কলেজে আসা রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ সারাদিন চলে জ্বালাতন ৷ জিনিসপত্র ভাঙচুর, কখনও জামাকাপড় ধরে টান মারে তো কখনও হাতের খাবার ছিনিয়ে নিয়ে পালায় ৷ এদিন তো তাদের সমস্ত বাঁদরামি মাত্রা ছাড়িয়ে গিয়েছে ৷ করোনা সন্দেহভাজন রোগীদের লালারস সংগ্রহ করে পরীক্ষা করতে নিয়ে আসার পথে এক ল্যাব টেকনিশিয়ানের হাত থেকে তা কেড়ে নিয়ে পালায় একদল বাঁদর ৷ শুধু তাই নয়, তাড়া খেয়ে সোজা গাছের মগ়ডালে উঠে কামড়ে, ছিঁড়ে স্যাম্পেলের প্যাকেটটি নষ্ট করে ৷ সংগ্রহ করা সমস্ত নমুনা ছিটকে পড়ে যায় ৷ ওই স্যাম্পেল থেকে আরও মানুষ সংক্রামিত হতে পারে ভেবে ভয় পেয়ে যান সকলে ৷ হাসপাতালের এক কর্মীর ফোনে ধরা পড়ছে এই পুরো বাঁদরামির ভিডিও ৷

আরও পড়ুন: ১১ বছরে সর্বনিম্ন! জিডিপি বৃদ্ধির হার নামল ৪.২ শতাংশ, জানাল জাতীয় পরিসংখ্যান কার্যালয়

দেখুন বাঁদরের বাঁদরামির সেই ভিডিও-

মেরঠ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, ওই নষ্ট হওয়া স্যাম্পেলের সংস্পর্শে কেউই আসেননি ৷ বাঁদরগুলি ওই স্যাম্পেল স্পর্শ করলেও যেহেতু বাঁদরের শরীরে করোনা ছড়িয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি, তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷ নমুনা নষ্ট হয়ে যাওয়ায় দ্বিতীয়বার ওই তিন করোনা সন্গেহভাজনের লালারস আবার সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: দিল্লিতে ফের তীব্র ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠল রাজধানী

Exit mobile version