বিয়ের প্রস্তাবে ‘না’, মুম্বইয়ের রাস্তায় অভিনেত্রীকে ছুরি দিয়ে কোপাল ‘ফেসবুক বন্ধু’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। তার জেরে হিন্দি টেলিভিশন অভিনেত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ‘ফেসবুক বন্ধু’র বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) ভরসোভা এলাকায়। আহত অভিনেত্রীর নাম মালভি মালহোত্রা (Malvi Malhotra)। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত।

জানা গিয়েছে, হামলাকারীর নাম কুমার মহিপাল সিং। ভারসোভায় একটি কফি শপ থেকে সোমবার রাতে বাড়ি ফেরার সময় ঘটে এই ঘটনা। মানভির পাকস্থলী, ডান হাতের কবজি এবং বা হাতে ছুরিমেরেছে অভিযুক্ত। মালভি জানিয়েছেন, ২০১৯ সালে ফেসবুক মারফত পেশায় চলচ্চিত্র প্রযোজক যোগেশকুমার মহিপাল সিংহ নামের ওই অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর।অল্প কিছু দিন পরই মালভিকে প্রেমের প্রস্তাব দেন যোগেশ। বিয়ের জন্যও জোরাজুরি করতে শুরু করেন। একাধিক বার সেই প্রস্তাব খারিজ করলেও যোগেশ শোধরাননি। তাই তাঁর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেন মালভি। তাতেই তাঁর উপর হামলা চালান যোগেশ।

আরও পড়ুন: মুখ থুবড়ে পড়ল ‘আবকি বার ছাব্বিশ পার’ স্লোগান, লাদাখে কোনোরকমে মুখ রক্ষা বিজেপির

মালভি জানিয়েছেন, সোমবার কফিশপে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ফিশারিজ ইউনিভার্সিটি রোডে বিলাসবহুল অডি গাড়ি থেকে নেমে চেপে তাঁর উপর চড়াও হন যোগেশ। পুলিশকে মালভি জানিয়েছেন, কেন কথা বলা বন্ধ করে দিয়েছেন, তা নিয়ে তাঁকে প্রশ্ন করতে শুরু করেন যোগেশ। পাল্টা রুখে দাঁড়ান তিনিও। জানিয়ে দেন, যোগেশের সঙ্গে কোনও কথাই বলতে চান না তিনি। তাঁকে সর্বত্র অনুসরণ করা এবং হেনস্থা করা বন্ধ করতে হবে যোগেশকে।

মালভির কাছ থেকে এমন উত্তর পেয়েই যোগেশ মেজাজ হারান বলে জানা গিয়েছে। পকেট থেকে ছুরি বের করে প্রথমে মালভির তলপেটে কোপ মারেন। তার পর ডান হাতের কব্জি এবং বাঁ হাতে আঙুলের উপর দু’বার কোপ বসান। আহত অবস্থায় মালভি রাস্তায় পড়ে গেলে গাড়িতে চেপে চম্পট দেন যোগেশ। স্থানীয় মানুষজন মালভিকে কোকিলাবেন অম্বানী হাসপাতালে ভর্তি করেন।

টেলিভিশন শো উড়ানের সুবাদে খ্যাতির শিখরে উঠে আসেন মালভি। দক্ষিণী ছবিরও পরিচিত মুখ অভিনেত্রী। তেলেগু, তামিল ছবিতে অভিনয় করেছেন মালভি মালহোত্রা। ২০১৮ সালে হোটেল মিলান ছবির সঙ্গে বলিউড ডেব্যিউ সেরেছিলেন মালভি, যেখানে দেখা মিলেছিল কুণাল রয় কাপুরেরও।

উল্লেখ্য, এদিনই ফারিদাবাদে এক কলেজ ছাত্রীকে খুন করেছে এক দুষ্কৃতী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভরদুপুরে রাস্তার মাঝে গুলি চালিয়ে খুন করা হয় ওই তরুণীকে। ঘটনা চক্রে সেই দুষ্কৃতী সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় বিশেষ রাজনৈতিক রং পেয়েছে সেই ঘটনা। টুইটারে ট্রেন্ড  হয়েছে ‘লাভ জিহাদ ‘। অথচ সেই টুইটারবাসী নীরব মালভির বেলায়। কারণ এখানে অভিযুক্ত মুসলিম নাম ধারী ব্যক্তি নন।

আরও পড়ুন: বিজেপির সঙ্গে গোপন আঁতাত, ফাঁস হতেই পদ ছাড়লেন ফেসবুকের বিতর্কিত ‘পাবলিক পলিসি হেড’ আঁখি দাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest