সৎকরদাতাদের সম্মান জানাতে ‘ট্যাক্সপেয়ারস চার্টার’ ঘোষণা মোদীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে নয়া প্ল্য়াটফর্ম (ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন- অনারিং দ্য অনেস্ট) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, কেন্দ্র যে কাঠামোগত সংস্কার শুরু করেছে, তার ক্ষেত্রে নয়া মাইনস্টোন হতে চলেছে এই প্ল্য়াটফর্ম।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই নয়া ব্যবস্থার (প্ল্যাটফর্ম) মূল্য উদ্দেশ্য হল, ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান’। কর দেওয়ার ক্ষেত্রে জটিলতা কমাবে এই ব্যবস্থা।’’ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে বক্তৃতায় মোদী আজ দাবি করেন, তাঁর সরকারের আমলে গত গত ছ’বছরে কর ব্যবস্থায় আমূল বদল ঘটেছে।

আরও পড়ুন: ভূমিপুজোয় মোদীর সঙ্গে ছিলেন একই মঞ্চে, করোনা পজিটিভ রাম মন্দির ট্রাস্টের প্রধানের

তাঁর কথায়, ‘‘আমরা জটিলতা কমিয়েছি, স্বচ্ছতা বাড়িয়েছি। করদাতাদের হয়রানি কমিয়ে তাঁদের আস্থা অর্জন করতে পেরেছি। আমাদের আয়কর আধিকারিকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য এসেছে।’’

মোদীর দাবি, সৎ করদাতাদের স্বার্থরক্ষায় তাঁর সরকার তৎপর। তাঁর সরকার চায়, সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পান, এবং তাঁদের কোনওরকম হয়রানি বা জটিলতার মধ্যে পড়তে না হয়। নির্মলা আজ জানান, দেশে স্বচ্ছ ও সরল কর ব্যবস্থা চালুর ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ। কর নীতিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে গত বছর ‘ফেসলেস’ মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছিলেন সীতারামন। আজ নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে সেই প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘কর ব্যবস্থায় স্বচ্ছতা খুব জরুরি৷ আজ আমরা যে নতুন প্ল্যাটফর্ম চালু করছি, তাতে কর ব্যবস্থা ফেসলেস হয়ে যাবে। আমাদের প্রতিশ্রুতি মেনে, ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’ নীতি প্রতিষ্ঠিত হবে। দেশের নাগরিকের জীবনে সরকারি হস্তক্ষেপ কমবে।’’

আরও পড়ুন: গভীর কোমায় প্রণব মুখোপাধ্যায়, জানাল হাসপাতাল, লাগাতার মৃত্যু গুজবে বিরক্ত পরিবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest